বঙ্গবার্তা ব্যুরো,
খেতাব ধরে রাখার লক্ষ্যে শপথ নাইটদের। বুধবার পুরো দলের পরিচয় পর্ব সারল কেকেআর। মিউজিক্যাল সন্ধ্যায় উপভোগ্য উপস্থাপনা। অনুষ্ঠানের শেষে আলাপচারিতায় নাইটদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ক্রিকেটারদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। সকলকে স্বাধীনতা দেওয়া হয় নিজেদের সিদ্ধান্ত নিতে। ম্যানেজমেন্ট সেই স্বাধীনতা দেয়। শাহরুখ খান, জয় মেটা, জুহি চাওলা সকলের অবদান রয়েছে দলে।
ব্র্যাভোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। এতে দলের গুরুত্ব বেড়েছে। কেকেআরের সম্পদ। এত ক্রিকেট খেলেছে, ম্যাচ জিতেছে। জানে সাফল্যের মন্ত্র। আমি ওর সঙ্গে মত বিনিময় করছি। দলের সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে পণ্ডিত বলেন, দলে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে। সঙ্গে এক ঝাঁক তরুণ। দারুণ আবহ দলে। প্রাণশক্তিতে ভরপুর।
নাইট সংসারে সবচেয়ে দামী ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। বলেন, দলের অন্যতম সেরা প্লেয়ার বলা হচ্ছে আমাকে, আমি গর্বিত, আমার ওপর ভরসা রাখার জন্য। তার আইপিএল সফর শুরু হয়েছিল কেকেআরে। আমার জীবন বদলে দিয়েছে কেকেআর।
ক্রিকেট ম্যাচ যেমনই খেলি না কেন, ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত। রাসেল, নারাইনরা সব সময় সাহায্য করে। দারুণ কিছু ভারতীয় ক্রিকেটারেরা রয়েছে। বরুণ, হর্ষিত, রিঙ্কু। সকলেই আত্মবিশ্বাসী। আইপিএল জেতার ব্যাপারে এবারও আশাবাদী।
অধিনায়ক রাহানের মুখে ঝলসে ওঠার কথা। বলছেন , দারুণ লাগছে কেকেআরে ফিরে। আমার কাছে সম্মানের। আমাকে নেওয়ার সিদ্ধান্ত যাদের, তাদের সকলের কাছেই কৃতজ্ঞ। আমাদের দল খুব ভাল। সব কিছু সহজ সরল রাখতে চাই। অধিনায়ক হিসাবে আমি খুব খুশি। কলকাতা দারুণ জায়গা। ইডেনে খেলতে আমার বরাবর দারুণ লাগে। এত বছর ধরে সমর্থন করছে। আশা করছি এবারও করবে, আত্মবিশ্বাসী শোনায় নাইট নেতার গলা।
টি টোয়েন্টি ফর্ম্যাটে তিনি কিংবদন্তী। মেন্টর ব্র্যাভো বলছেন, অবশ্যই ওদের নাচের স্টেপ শেখাব। মরশুমের জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি অমরা ফের চ্যাম্পিয়ন হব। এই দলের মেন্টর হতে পেরে গর্বিত। গোটা বিশ্বে নাইট রাইডার্সের সমাদর রয়েছে। খেলার সময়ও কেকেআরের সঙ্গে খেলা থাকলে চিন্তায় থাকতাম। আগের রাতের ভাবতাম, পরের দিন রাসেল, নারাইনকে খেলতে হবে। খুব খুশি এই দলের অংশ হতে পেরে। ট্রফি জয়ের রেসিপি নিয়ে বলতে গিয়ে বলছেন,
ট্রফি ধরে রাখা আলাদা রকমের পরীক্ষা। আইপিএল কঠিন ও লম্বা টুর্নামেন্ট। দলে প্রচুর প্রতিভা। ঈশ্বর সকলকে যে প্রতিভা দিয়েছেন, আশা করি সকলে সেটা মাঠে করে দেখাবে। চ্যাম্পিয়ন মানসিকতা তৈরি করতে চাই। আমার রেকর্ড সেটা বলবে। ওদের উৎসাহ দেব।
চতুর্থবার আইপিএল ট্রফি জেতার লক্ষ্য নাইট রাইডার্সের, ধামাকা অনুষ্ঠানে পরিচয় পর্ব
