ইডেনে আই পি এল মহড়া, পুজো দিয়ে অনুশীলন শুরু করলো কেকেআর

বঙ্গবার্তা ব্যুরো,
২২মার্চ আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরদ্ধে খেলবে গতবারের চ্যাম্পিয়ন। পুরো টুর্নামেন্ট জুড়েই চ্যাম্পিয়নের দাপট যাতে অব্যাহত থাকে সেই লক্ষ্যেই যাবতীয় প্রস্তুতি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা বরুন চক্রবর্তী,হর্ষিত রানা,স্পেনসার জনসন কয়েকদিন পরে আসবেন। অধিনায়ক অজিঙ্কা রাহানে, সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার,রমনদীপ সিং,অনরিখ নোকিয়া,কুইন্টন ডি কক,সুনীল নারিন,আন্দ্রে রাসেল,রোভম্যান পাওয়েল,মঈন আলিসহ দলের বাকি সদস্যরা সকলেই প্রথমদিনের অনুশীলনে হাজির। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইতিমধ্যেই বলেছেন কলকাতায় পা দেওয়ার অর্থ ঘরে ফেরা। চলতি আইপিএলেও ট্রফি ধরে রাখার ব্যাপারে আশাবাদী।ফিলিপ সল্ট,মিচেল স্টার্কের মত গতবারের দলের বেশ কিছু গুরুত্বপূর্ন ক্রিকেটারকে নাইটরা ছাড়তে বাধ্য হয়েছে। তাদের অভাব পূরন করার জন্য কুইন্টন ডি কক, অনরিখ নোকিয়া,স্পেনসার জনসন,মঈন আলিদের ওপর আস্থা রাখছে নাইট ম্যানেজমেন্ট। ভারতীয় পেসার উমরান মালিক এখনও অবধি চোটে কাবু। এনসিএতে রয়েছেন। তাঁকে না পাওয়া গেলে সমস্যায় পড়বে নাইটরা। কোন অঙ্কে দলের পেস আক্রমন সাজানো সবে সেটাও চিন্তার। তাই সব মিলিয়ে আগামী দশদিনের মধ্যে পুরো দলকে এক সুতোয় বাঁধা মেন্টর ডোয়েন ব্রাভোর কাছেও চ্যালেঞ্জ হতে চলেছে। ইতিমধ্যে প্রথম ম্যাচের টিকিট শেষ।আর কেকেআরের টিকিট নিয়ে কালোবাজারি তুঙ্গে।