বঙ্গবার্তা ব্যুরো,
প্রথম প্র্যাকটিস ম্যাচে করেছিলেন এগারো বলে ১৩ রান। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে করেছন আট রান। পরপর দুটো প্রস্ততি ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানের রান না পাওয়ায় চিন্তিত কেকেআর দল। কিন্তু যাকে নিয়ে চিন্তা সেই অজিঙ্ক রাহানে বিশেষ চিন্তিত নন। তিনি বলেন, অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়ে তিনি খুশি।

কেকেআর ম্যানেজমেন্টেকে এই কারণে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ছ’বছর পর আইপিএলের অধিনায়কত্ব ফিরে পেয়ে রাহানে বলেন, এমন একটা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হওয়া আমার কাছে সম্মানের। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। তবে এই দায়িত্ব খুবই কঠিন। গতবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সমস্ত কিছু ঠিকভাবে সামলাতে চাই। হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও বলেছেন। মুম্বইয়ের হয়ে তারা যে একসঙ্গে কাজ করেছেন, তা উল্লেখ করেছেন রাহানে।

চন্দ্রকান্ত পণ্ডিতের শৃঙ্খলাপরায়ণতার কথা নজরে এনে তিনি বলেন, দল কীভাবে পরিচালনা করতে হবে সেটা ভালোই জানেন চন্দ্রকান্ত স্যর। খেলোয়াড়দের থেকে সেরাটা বার করে আনতে জানেন তিনি।

উল্লেখ্য, এই মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছিলেন অজিঙ্ক রাহানে।

