সোমবার ইডেনে নাইট ম্যাচে চোখ ধাঁধানো লেজার শো উপরি পাওনা দর্শকদের

KKR laser show Eden Gardens

Upload By K. Halder at 21th March 2025, 03:42 PM

বঙ্গবার্তা ব্যুরো,
গোটা স্টেডিয়াম অন্ধকার হয়ে গেল। গ্যালারিতে শোরগোল। লোডশেডিং নাকি ?
কৌতূহল নিরসন পরের মুহূর্তেই, রাতের আকাশে শুরু হয়ে গেল আলোর খেলা। লাল-নীল-হলুদ-সবুজ-বেগুনি-সাদা – হরেক আলোর তীক্ষ্ণ রশ্মি রাতের আঁধার ফালাফালা করে আঁকিবুকি শুরু করে দেবে মাঠ থেকে গ্যালারি। নিকষ কালো সামিয়ানায় আঁকা হবে আল্পনা। দর্শকদের হাতে ধরা স্মার্ট ফোনের টর্চলাইট জ্বলা নেভা শুরু করবে। মায়াবী পরিবেশে আপনি বসে ভাববেন,কি হচ্ছে তো এসব? খেলা দেখতে এসে কি দেখছেন নাকি স্বপ্ন দেখছেন। তবে ভ্রম কাটবে চারপাশে তাকিয়ে সামনে যা ঘটে চলেছে, তা মায়াবী ইডেনের অচেনা রূপ।


সোমবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটান্স। পয়েন্ট টেবিল বলুন বা প্লে অফের দৌড়, দুই নিরিখেই এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। কেকেআর জিতলে, প্লে অফের দৌড়ে টিকে থাকবে। হারলে, চাপ আরও বাড়বে অজিঙ্ক রাহানেদের ওপর।
কিন্তু বাইশ গজের লড়াই যতই হাড্ডাহাড্ডি হোক না কেন, খেলা দেখতে আসা দর্শকদের বিনোদনে যাতে কোনও ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে চাইছে কেকেআর। আর সেই কারণেই বিশেষ একটি লেজার শো-র পরিকল্পনা সেরে ফেলেছে নাইট শিবির। যে শোয়ে অভূতপূর্ব অভিজ্ঞতা হবে ম্যাচ দেখতে আসা দর্শকদের।


দুই ইনিংসের বিরতিতে এই বিশেষ লেজার শোয়ের বন্দোবস্ত করা হচ্ছে। সেই সময় স্টেডিয়ামের সব আলো নিভিয়ে দেওয়া হবে। তারপর অন্ধকার আকাশ চিরে চলবে রঙিন আলোর খেলা। চোখ ধাঁধিয়ে দেবে দর্শকদের। শুধু সেখানেই শেষ নয়। প্রত্যেক দর্শকও এই রোমাঞ্চের অংশীদার হতে পারবেন নিজেদের স্মার্টফোন থেকে। তার জন্য শুধু ডাউনলোড করতে হবে কেকেআর নাইট ক্লাব মোবাইল অ্যাপ। সেই অ্যাপে একটি বিশেষ ফিচার যোগ করা হয়েছে। লেজার শোয়ের সময় সেই অ্যাপের মাধ্যমেই দর্শকদের হাতে ধরা মোবাইল ফোনের টর্চলাইট আপনা হতেই সুরের তালে তালে জ্বলতে নিভতে শুরু করবে। আগের ম্যাচেই এই লেজার শো করতে চেয়েছিল কেকেআর কিন্তু নির্দিষ্ট সময়ে সিএবি ফ্লাডলাইট নেভায়নি, মাঠ পুরো অন্ধকার না হওয়ায় লেজার শো করা যায়নি। তবে সিএবি-র সঙ্গে আলোচনা করে অবশেষে সহমত হওয়া গিয়েছে। সোমবারের ম্যাচে মায়াবী এক মুহূর্ত অপেক্ষা করছে কেকেআর ফ্যানদের জন্য।

13:05