ইডেনে গুজরাট কে হারিয়ে জিততে মরিয়া নাইটরা

Upload By K. Halder at 20th March 2025, 10:27 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ইডেনের বাইশ গজ নিয়ে জল্পনা চলছেই। পিচে হালকা ঘাস রয়েছে। তবে জল সেভাবে দেওয়া হয়নি বলে শুখনো । এই পিচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবুও পিচের চরিত্র নিয়ে ধোঁয়াশা অব্যাহত।


বাকি সাত ম্যাচে পাঁচটিতে জিততেই হবে নাইটদের। না হলে নকআউটে পৌঁছে দেওয়ার টিকিট অধরা থাকবে গতবারের বিজয়ীদের । সেই লক্ষ্যে দৌড় শুরু করতে গুজরাত টাইটান্স ম্যাচকে বেছে নিচ্ছে কেকেআর। তবে পঁচানব্বই রানের ব্যাটিং বিপর্যয়ে স্পিনের বিরুদ্ধে নাইট ব্যাটারদের দূর্বলতাকে প্রকট করেছে। গুজরাট টাইটান্সের সাজঘরে রশিদ খান রয়েছেন। তাঁর লেগস্পিন ফের অন্ধকার নামাতে পারে।


ইডেনে এবার সামনে গুজরাট। যে দলে ইশান্ত শর্মা,মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণা রয়েছেন। সকলেই দুরন্ত ছন্দে বোলিং করছেন। বিশেষ করে মহম্মদ সিরাজ। ভারতের সাদা বলের দল থেকে ছিটকে যাওয়ার পরে সিরাজকে পুরানো ছন্দে ফেরানোর কাজ সফল ভাবে করেছেন আশীষ নেহরা। যার অবদানের কথা সাংবাদিক সম্মেলনে এসে গুজরাট টাইটান্সের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি স্বীকার করেছেন। গুজরাটের নেতৃত্বে প্রাক্তন নাইট শুভমন গিল। যার প্রশংসায় গুজরাট টিডি।


দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে জিতে রবিবার শহরে পা দেয় গুজরাত টাইটান্স। সন্ধ্যায় রশিদ খান এবং সামান্য কয়েকজন গুজরাটের প্র্যাকটিসে এসেছিলেন। বাকিরা বিশ্রামে। কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনেও প্রায় একই ছবি। অধিনায়ক অজিঙ্কে রাহানে এবং আন্দ্রে রাসেল অনুপস্থিত। নাইট পেসাররাও অনুপস্থিতির তালিকায়। বৈভব আরোরার হাতের চোট নিয়ে জল্পনা রয়েছে। কারন শনিবার প্র্যাকটিসে রাসেলের জোরালো শট ধরতে গিয়ে ডান হাতের তালুতে চোট পেয়েছিলেন। হাতের বরফ ঘষতে ঘষতে ইডেন ছেড়েছিলেন। আনরিখ নর্জৎজে,স্পেনসার জনসন এবং হর্ষিত রানা নাইট পেসাররা এখনও অবধি সেভাবে বড় প্রভাব ফেলতে ব্যর্থ। ব্যাটারদের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার,রিঙ্কু সিং,রামনদীপ সিং নেটে দীর্ঘ সময় ব্যাটরকরলেন। রাভমন পাওয়েলকেও ব্যাট করতে দেখা গেল।


নাইটদের স্পিনার কোচ কার্ল ক্রো বলেছেন,“দুদলের ক্রিকেটীয় যুদ্ধ। যার মশলা দুই দলেই রয়েছে। গুজরাট দলে রশিদ খানের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ন। কারন রশিদ বিশ্বমানের বোলার। পরিস্কারভাবে স্পিন এই ম্যাচে গুরুত্বপূর্ন ভূমিকা নেবে। আমরা আমাদের স্পিনারদের পারফরম্যান্স নিয়ে খুশি। অধিনায়ক তাদের দারুনভাবে ব্যবহার করছে। তার এই মন্তব্যে নাইটরা যে গুজরাট জয়ের জন্য স্পিনারদের ওপর আস্থা রাখছেন তা পরিস্কার।
গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম শোলাঙ্কি বলছেন,তাদের দল গঠনে ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে। বোলারদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে বোলিংই শক্তি। তা কিন্তু নয়। সমগ্র দলগত পারফরম্যান্স আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। দশ পয়েন্ট নিয়ে গুজরাত টাইটান্স এখন শীর্ষে। ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলকাতা নাইট রাইডার্স।

09:12