Upload By K. Halder at 22th April 2025, 02:25 PM
বঙ্গবার্তা ব্যুরো,
গত ম্যাচে পাঞ্জাবের কাছে নাস্তানাবুদ হওয়ার পর অজিঙ্ক রাহানেদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল। সোমবার সন্ধ্যায় ঘরের মাঠে সেই ছবিটাই আর স্পষ্ট হয়ে ধরা পড়ল। প্লে অফের পথ চওড়া করতে এদিন মূল্যবান ২টো পয়েন্ট ঝুলিতে ভরা ছিল অত্যন্ত জরুরি। কিন্তু সে লক্ষ্যে আর পৌঁছনো হল না। ইডেন গার্ডেন্সে রীতিমতো দাপটের সঙ্গে কেকেআরকে পরাস্ত করল গুজরাট টাইটান্স। ৩৯ রানে এই হার বেশ কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল নাইট শিবিরকে।

টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে নাইট অধিনায়ক রাহানে জানান, প্রথম একাদশে জোড়া বদলের কথা। ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারায় সাতটি ম্যাচ পর কুইন্টন ডি’কককে বসিয়ে দলে নেওয়া হয় গুরবাজকে। কিন্তু চলতি আইপিএলে প্রথমবার নেমে গিলের দলের পেসের সামনে টিকতেই পারলেন না তিনি। ফিরলেন মাত্র ১ রান করে।

আনরিখ নখিয়ার পরিবর্তে খেলেন মইন আলি। ৩ ওভারে ২৭ রান দিয়ে তাঁর ঝুলিও শূন্য। এদিন ইডেন দর্শকদের মন জয় করলেন প্রাক্তন নাইট শুভমান গিল। অধিনায়কের ৫৫ বলে ৯০ রানের চোখ ধাঁধানো ইনিংস বহুদিন মনে রাখবে ক্রিকেটের নন্দনকানন এদিন। তবে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও ‘মাস্টারস্ট্রোক’ গিলের। খেলার ছন্দ ধরে রাখতে টাইম আউট না নিয়ে বল করিয়ে গেলেন তিনি। সেই সঙ্গে সঠিক সময়ে রশিদ খানের হাতে বল তুলে দিয়ে কেকেআরকে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য করলেন। অধিনায়কের মর্যাদা রেখে ফর্মে ফিরে জ্বলে উঠলেন আফগান স্পিনারও। তুলে নেন জোড়া উইকেট।

সবমিলিয়ে এক নম্বর দলের মতোই পারফর্ম করল গুজরাট। কেকেআর সমর্থকদের শব্দব্রহ্ম যেন কাজেই এল না। উলটে রাহানের সেই গতে বাঁধা স্ট্র্যাটেজি দেখে রীতিমতো বিরক্তই হলেন সমর্থকরা। ১৬তম ওভারে বরুণের স্পেল শেষ। ডেথ ওভারে হর্ষিত ও বৈভবের উপর ভরসা। পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি বদলের ধারেকাছে গেলেন না রাহানে।আর জঘন্য ফিল্ডিং ও তাদের ম্যাচ হারার অন্যতম কারণ। ম্যাচ শেষে রাহানে মেনেও নিলেন, অন্তত ১০/১৫ রান বাঁচানো যেত।
