বঙ্গবার্তা ব্যুরো,
আপত্তি কলকাতা পুলিশের। আর সেই আপত্তিকে কেন্দ্র করে হইচই সিএবিতে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরই ২২ মার্চ থেকে শুরু হয়ে যাবে অষ্টাদশ আইপিএল। প্রথম ম্যাচ ইডেনে কেকেআর বনাম আরসিবির। সেই ম্যাচের কয়েকদিন পর ৬ এপ্রিল ইডেনে রয়েছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করেই জটিলতা। সেদিন রামনবমী রয়েছে। তাই ইডেনে আইপিএল ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না বলে সিএবিকে জানিয়েছে কলকাতা পুলিশ। গত সন্ধ্যায় সিএবিতে এই খবর আসার পরই বাংলা ক্রিকেটের শীর্ষ কর্তারা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও কেকেআর কর্তৃপক্ষকে পুলিশের বক্তব্য জানিয়েছেন। বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি সিএবিকে। এমন অবস্থায় আজ সন্ধ্যার অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘পুলিশের আপত্তির বিষয়টি গতকাল রাতের দিকে জানতে পারি আমরা। বোর্ড ও কেকেআরকে জানানো হয়েছে পুরো বিষয়টি। দেখা যাক কী হয়।’
এদিকে, আজ সন্ধ্যায় সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের মূল্য নিয়েও আলোচনা হয়েছে। তবে সরকারিভাবে এখনও টিকিটের দাম ঘোষণা হয়নি। সূত্রের খবর, ইডেনে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়তে চলেছে। শেষবার নূন্যতম টিকিটের মূল্য ছিল ৭৫০। এবার সেটা ৯০০ টাকা হচ্ছে বলে খবর। পাশাপাশি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া ঋদ্ধিমান সাহার প্রাক্তন ক্রিকেটার হিসেবে ভোটাধিকার আজ সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে অ্যাপেক্সের বৈঠকে।