বঙ্গবার্তা ব্যুরো,
আশঙ্কাই সত্যি হল। ৬ ই এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টের ম্যাচ কলকাতা থেকে সরল অসমের গুয়াহাটিতে। রামনবমীর দিন ইডেনে পর্যাপ্ত পুলিশ না দিতে পারার কথা আগেই জানিয়েছিল লালবাজার। ফলে ম্যাচ আয়োজনের ব্যাপারে সংশয় ছিল। তবে নানাভাবে ম্যাচের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সিএবি কর্তৃপক্ষ পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনায় খামতি রাখেনি। একই সঙ্গে পরিস্থিতি জানিয়ে নাইট রাইডার্স কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছিল সিএবি। বুধবার লালবাজার স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছে কোনওভাবেই ৬ই এপ্রিল, রাম নবমীর দিন ইডেনের ৬৫ হাজার দর্শকের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। এরপরেই ম্যাচটি চলে যায় গুয়াহাটিতে। সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী জানিয়েছেন ৬ই এপ্রিলের ম্যাচ ইডেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
একা রামে রক্ষা নাই, তায় ক্রিকেটের আসর?
