Upload By K. Halder at 26th April 2025, 08:01 AM
বঙ্গবার্তা ব্যুরো,
যাদের কাছে চণ্ডীগড়ে কেকেআর ব্যাটিংয় বিপর্যয় হয়েছিল। তারপরে গুজরাত টাইটান্স ম্যাচেও বিপর্যয়। এবার অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ নাইটদের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। সাংবাদিক সম্মেলনে মঈন আলি এসে বলছেন তাদের প্লে অফে যাওয়ার আশা অসম্ভব নয়। এই বিষয়ে তারা মুম্বই ইণ্ডিয়ান্সের ঘুরে দাঁড়ানো থেকে অনুপ্রাণিত হচ্ছেন। তার কথায় নক আউটের ব্যাপারে এখনো আশাবাদী। বাকি সব কটি ম্যাচ ভালো খেলতে হবে।
সকলেই জানে এই পরিস্থিতিতে কি করতে হবে। সেইভাবেই সকলে মানসিকভাবে প্রস্তুত। মুম্বই টানা চার ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে। আমরাও ঘুরে দাঁড়াতে পারি, বলেছেন মঈন আলি। ঠিক দশদিন আগে চণ্ডীগড়ে ভেঙে পড়েছিল কেকেআর। ঘরের মাঠে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকলেও কেকেআর তা কাজে লাগাতে পারবে কি না সেটাই দেখার। মঈন আলি বলছেন,“গত ম্যাচে আমরা খারাপভাবে হেরেছি। তবে এটা হতেই পারে। চণ্ডীগড়ের ব্যর্থতা ভুলিনি। কিন্তু ওখান থেকে ওই হার থেকে শিক্ষা নিয়েছি। চাহালের পারফরম্যান্স আমাদের মনে আছে। বোলার হিসেবে চাহাল ভালো। ওকে জানি। তবে ভয় পাচ্ছি না।
গুজরাত ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই পঞ্জাবের মুখোমুখি হবে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচও এই বাইশ গজে খেলা হয়েছিল। ফলে গত দুটো ম্যাচেই অনেক রান উঠেছিল। হায়দরাবাদ ম্যাচে কেকেআর সফল হলেও গুজরাত ম্যাচে নাইটরা ব্যর্থ। পিচ ধীর গতির এবং স্পিনাররা কিছুটা হলেও সাহায্য পেয়েছেন। শনিবার একই পিচে খেলা। মঈন আলি বলছেন,“নিচের দিকের ব্যাটাররা ভালো ব্যাট করতে পারছে না ঠিক কথা। এই নিয়ে ম্যানেজমেন্ট কথা বলেছে। তবে ঘাবড়াবার কিছু নেই। ভালো ব্যাটাররা রয়েছেন। ব্যাটিং গভীরতাও যথেষ্ট রয়েছে।প্রায় একই সঙ্গে যোগ করেছেন,আমাদের ব্যাটিংয়ে শক্তি হল সকলেই বড় শট খেলতে পারে। নারিনের মত আগ্রাসী ব্যাটার রয়েছে। রাহানের মত ক্লাসিক ব্যাটারও রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং যথেষ্ট প্রতিভাবান। সব মশলাই আছে। তাই আশা যথেষ্টই আছে।
আন্দ্রে রাসেলের বদলি কি রভম্যান, ম্যাচের ২৪ঘণ্টা আগেও জল্পনা তুঙ্গে। শনিবারের ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা যে রয়েছে তার ইঙ্গিত যথেষ্ট। যার মধ্যে মূল আকর্ষণ হতে চলেছে আন্দ্রে রাসেলর বদল।
শনিবারের পাঞ্জাব কিংস ম্যাচে রভম্যান পাওয়েলকে দেখা যেতে পারে। এমনকি রাসেল এবং রভম্যান পাওয়েলকে এক সঙ্গে দেখাও যেতে পারে। রভম্যানকে নিয়ে দীর্ঘসময় নেটে পড়েছিলেন কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো। ব্যাট হাতে বেশ আগ্রাসী মেজাজেও দেখা গিয়েছে রভম্যানকে। সেক্ষত্রে লভনীত সিসোডিয়াকে খেলানোর ইঙ্গিত রয়েছে। কারন বেঙ্গালুরুর ২৪বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটারকে নিয়ে নেটে দীর্ঘসময় ব্র্যাভো ব্যয় করলেন।
নাইটদের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনার মধ্যেই ঘরের মাঠে শ্রেয়স আইয়ারদের শিক্ষা দেওয়ার ভাবনা জোরালোভাবে রয়েছে ।