মুম্বাইয়ে নারাইন কে খেলাতে চায় কেকেআর,আরো গোপন কৌশল রয়েছে পণ্ডিতের

KKR

Published by Subrata Halder On 30th March 2025 at 11:17 pm

বঙ্গবার্তা ব্যুরো,

সম্পুর্ন ফিট। আশা করা হচ্ছে ম্যাচে নামতে অসুবিধা হবে না। গত দুদিন ধরে প্র্যাকটিস করার কথা সাংবাদিক সম্মেলনে এসে ক্যারিবিয়ান অলরাউণ্ডার সংক্রান্ত প্রথম প্রশ্নে সটান দিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। সোমবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুন্বই ইণ্ডিয়ান্সের সামনে কলকাতা নাইট রাইডার্স। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার পরে নাইটরা এখন আত্মবিশ্বাসী। ড্রেসিংরুমে ফিলগুড হাওয়া বইছে। প্র্যাকটিসেও নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন রাহানে,কুইন্টন ডি কক,রাসেলরা। রবিবার ছিল কেকেআর এর অনুশীলন। তবুও নাইট বনাম মুম্বই বাইশ গজের দ্বৈরথ বাড়তি অ্যাড্রিনালিনের ক্ষরণ। পরিসংখ্যানে চোখ বোলালে দেখা যাবে মুম্বই এগিয়ে। কিন্তু গতবছর নাইটরা দুটি সাক্ষাতেই বাজিমাত করেছিল। এবারেও সেই ধারাবাহিকতা যে বজায় রাখতে চাইবে, বলাই বাহুল্য। তবে সবদিক থেকে দেখলে, মাঠ এবং মাঠের বাইরে গত আঠারো বছরে এই ম্যাচ ঘিরে এত গোলাগুলি চলেছে যে তার ক্ষত দগদগে এখনও। শাহরুখ খান বলিউড বাদশা হয়েও ওয়াংখেড়ের অভিজ্ঞতা বিতর্ক জরিত নাইটদের এবারের নেতা অজিঙ্কা রাহানে মুম্বইয়ের বাসিন্দা। ওয়াংখেড়েতে বেড়ে ওঠা। ফলে চেনা আবহে প্রতিপক্ষের ভূমিকায় জয়ের রাস্তা দেখাতে হবে তাকে। নাইট শিবিরের হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিত তার এইবছরের দলনেতার ক্রিকেটীয় বুদ্ধির উপর শ্রদ্ধাশীল। সাংবাদিক সম্মেলনে বলেছেন। একইভাবে ব্যাটার রাহানের প্রশংসাও তার মুখে। গতবছরের কেকেআর এর সাফল্যে ওপেনার ফিল সল্টের অবদানের কথা ঘুরে ফিরে আসছে। তার বদলে এবছর দলে এসেছেন কুইন্টন ডি কক। নতুন দলের ইনিংস শুরু করতে নেমে প্রোটিয়া ব্যাটার নির্ভরতা দিচ্ছেন। রাজস্থান রয়্যালের বিরুদ্ধে ৬১বলে তার ৯৭ রানের অপরাজিত ইনিংস কেকেআর এর আস্থা, প্রতিপক্ষের দুঃশ্চিন্তা। সেই কথা মাথায় রেখেই চন্দ্রকান্ত পণ্ডিত প্রশংসা করলেন কুইন্টন ডি ককের। মুম্বই তাদের শেষ দুটো ম্যাচে জয়ের মুখ দেখেনি। রোহিত শর্মা রানের মধ্যে নেই। শাস্তির মেয়াদ সম্পূর্ন করে ফিরে অধিনায়ক হার্দিক পণ্ডিয়াও দলকে নির্ভরতা দিতে ব্যর্থ। সূর্যকুমার যাদব আশা জাগিয়ে শুরু করেও থিতু হননি। বল হাতে মুম্বই বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের চাপে ফেলতে পারছেন না। ট্রেন্ট বোল্ট,দীপক চাহার, মুজিব,সত্য নারায়নরা প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে আপাতত ব্যর্থ। আসলে চোটের জন্য জশপ্রীত বুমরার না খেলতে পারা মুম্বইকে অস্বস্তিতে রাখছে। প্রতিপক্ষের এই অস্থিরতাকে কাজে লাগাতে চাইছে নাইট থিঙ্ক ট্যাঙ্ক। এবং সেকথা পণ্ডিত গোপন করেননি। তবে দুটো ম্যাচ হারলেও প্রতিপক্ষ মুম্বই ইণ্ডিয়ান্সকে নিয়ে সমীহ থাকছে নাইটদের।