Published By Subrata Halder, 17 May 2025, 08:53 pm
বঙ্গবার্তা ব্যুরো,
বায়ুদূষণ রোধে ভারতের সেরা তিনটি শহরের তালিকায় রয়েছে কলকাতার নাম।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য কাজ করে ভারত সরকারের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই শহর। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক একটি সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে ।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, বাতাসে ভাসমান ধুলিকণা এবং বাতাসের গুণমান পরীক্ষার নিরিখে ভারত সরকার দেশের সব থেকে বড় শহরের দূষণ পরীক্ষা করেছিল। এতে দূষণ কমানোর নিরিখে দেশের সেরা তিন রাজ্যকে পুরস্কৃত করতে চলেছে ভারত। সেই তালিকায় রয়েছে কলকাতাও।
এই খবর নিশ্চিত হওয়ার পরেই কলকাতাবাসীকে অভিনন্দন জানিয়ে মমতা বলেন, আসুন আমরা সবাই মিলে এই শহরকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে তুলি। দূষণের নিরিখে কলকাতার বাতাসের গুণমান নিয়ে সম্প্রতি বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক গবেষণা সংস্থা কলকাতায় বাতাসের গুণমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কলকাতার বায়ুদূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
গত পাঁচ বছর ধরে কলকাতার বাতাসে দূষণের মাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে। কলকাতার প্রতি ঘনমিটার বাতাসে ভাসমান কণা পিএম ২.৫ এর পরিমান ২০২১ সালে ছিল ৫৮.৬ মাইক্রোগ্ৰাম। সেটা প্রত্যেক বছর নিয়মিত হারে কমতে কমতে ২০২৪ সালে পৌঁছায় ৪৪.৮ মাইক্রোগ্রামে।
পরিবেশবিদ লালবিহারি চট্টরাজ বলেছেন, কলকাতার এই সাফল্য থেকে অন্যান্য শহরের শিক্ষা নেওয়া উচিত এবং এ ধরনের পরিবেশ বান্ধব পরিকল্পনা বেশি বেশি গ্রহণ করা উচিত। কলকাতার নাগরিক, প্রশাসন এবং শিল্প প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে কলকাতা আরো সবুজ আরো পরিচ্ছন্ন একটি মহানগরী হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।