এখন থেকেই মশা মারতে কামান দাগতে শুরু পুরসভার

বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতা পুরসভার ৬৮ টি ওয়ার্ড ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রবণ। এই এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। এখন থেকেই এই ওয়ার্ড গুলিতে মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ সোমবার সাংবাদিকদের বলেন,
২৬ শে মার্চ থেকে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং শুরু হবে। এই বৈঠকে কোথায় কোথায় পরিত্যক্ত বাড়ি বা কারখানা আছে তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে অপরিছন্ন এলাকা সাফ করার উপর। এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জুন মাসের মধ্যে সাফাই এর কাজ শেষ করতে বলা হয়েছে। কারণ এর পরে বর্ষা এসে যাবে। তখন আবার জমা জলের সমস্যা বাড়বে।
অতীন ঘোষ জানান এবার এই কাজ অনেক বেশি সুসংহত ভাবে করা হচ্ছে। একাধিক দফতরকে এই কাজে যুক্ত করা হচ্ছে। অ্যাসেসমেন্ট বিভাগ, ট্যাক্স বিভগকেও এই কাজে যুক্ত করা হচ্ছে। তিনি বলেন কলকাতার মানুষকে সচেতন করার কাজও করা হচ্ছে। শনিবার এবং বুধবার এলাকায় এলাকায় মাইকিং করা হচ্ছে।
ডেপুটি মেয়র বলেন পুরসভার হাতে ক্ষমতা আছে, কোনো বন্ধ বাড়ির তালা ভেঙ্গে সেখানে সাফাই অভিযান চালানোর। এই ক্ষেত্রে অনেক সময় পুলিশের সাহায্য লাগে। তাই পুলিশ কমিশনারকেও বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে।

20:12