বঙ্গবার্তা ব্যুরো,
বড় ধাক্কা খেলেন ভারতীয় তারকা মহম্মদ শামি। প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের করা আপিলের রায়ে খোরপোষের পরিমাণ বাড়িয়ে হাসিন জাহানকে প্রতি মাসে চার লাখ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এর আগে আলিপুর আদালত স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ বাবদ মাসে ১ লাখ ৩০ হাজার টাকা শামিকে দেবার নির্দেশ দিয়েছিল। নতুন রায়ে প্রাক্তন স্ত্রীকে নিম্ন আদালতের নির্ধারিত পরিমাণের তিনগুণ বেশি অর্থ দিতে হবে শামিকে।
আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অজয় কুমার মুখার্জির দেওয়া আদেশ অনুযায়ী, হাসিন জাহানের ব্যক্তিগত খরচের জন্য মাসে দেড় লাখ টাকা, কন্যাসন্তানের দেখভাল ও খরচের জন্য আড়াই লাখ টাকা দিতে হবে শামিকে। ২০১৮ সালে আলিপুর আদালতের আদেশের বিরুদ্ধে হাসিন আপিল করেন।
সেই সময় হাসিন মোট ১০ লাখ টাকা দাবি করেছিলেন, নিজের জন্য ৭ লাখ এবং মেয়ের জন্য ৩ লাখ। তবে নিম্ন আদালত সেই আবেদন খারিজ করে দেন এবং ১ লাখ ৩০ হাজার টাকা ভরণপোষণ বাবদ দেওয়ার নির্দেশ দেন শামিকে।
আপিলে জাহানের আইনজীবীরা যুক্তি দেন যে, শামির আর্থিক অবস্থার প্রেক্ষিতে তিনি আরও বেশি পরিমাণ ভরণপোষণ দিতে সক্ষম। ২০২১ অর্থবর্ষে আয়কর দফতরের তথ্য অনুযায়ী, শামির বার্ষিক আয় ছিল প্রায় ৭.১৯ কোটি টাকা। অর্থাৎ মাসে প্রায় ৬০ লাখ টাকা। জাহানের দাবি, তার ও মেয়ের সম্মিলিত মাসিক খরচ ৬ লাখ টাকার বেশি।
এই তথ্যের ভিত্তিতে হাইকোর্ট জাহানের পক্ষে রায় দেয়। বিচারপতি অজয় মুখার্জি আদেশে উল্লেখ করেন হাসিন জাহানকে মাসে চার লক্ষ টাকা দেওয়া ন্যায্য ও যুক্তিসঙ্গত ।