Upload By K. Halder at 12th March 2025, 12:23 PM
বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবার চেন্নাই সুপার কিংসকে তাদের মাঠে হেলায় হারাল নাইটরা। প্রতিপক্ষের ১০৩ রান তাড়া করতে নেমে আট উইকেটে ৫৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় কেকেআর। অপরাজিত দুই ব্যাটার, অধিনায়ক অজিঙ্কে রাহানে ২০ রানে এবং ব্যাটিং অর্ডারে পদোন্নতি হওয়া রিঙ্কু সিং অপরাজিত ১৫ রানে। এই জয়ের ফলে তিন নম্বরে উঠে এল কেকেআর। ১০৩ রানের পাল্টা ১০৭ রান।

নাইট ইনিংসে হেলায় জয়ের ভিত গড়েন দুই ওপেনার কুইন্টন ডি কক এবং সুনীল নারাইন। ১৬ বলে তিনটি ছয় মেরে ২৩ রান করে ফিরে যান কুইন্টন ডি কক। এদিন বল হাতে তিন উইকেট নেওয়ার পরে মারকুটে মেজাজে ব্যাটিংও করলেন নারাইন। ১৮ বলে ৪৪ রানের ইনিংস সাজালেন দুটি চার এবং পাঁচটি বিশাল ছয়ে।

নেতৃত্বের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাতে তুলে দিয়েও হারের অন্ধকারে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই প্রথম থেকে নড়বড়ে। ফলশ্রুতিতে দ্রুত নিয়মিত ভাবে উইকেট পতন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৩ রান তোলে।
কেকেআর এর বিরুদ্ধে ফের অনেক নিচে নয় নম্বরে নামলেন। এবং চার বল খেলে মাত্র এক রান করে সুনীল নারাইনের বলে এলবিডব্লু আউট হয়ে ফিরে গেলেন।

শুক্রবার পুরো চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ব্যর্থতার ছবি। রাচিন রবীন্দ্র(৪),ডেভন কনওয়ে(১২),রবিচন্দ্রন অশ্বিন(১),রবীন্দ্র জাদেজা(০),দীপক হুডা(০) আইপিএলের হলুদ জার্সির গন বিপর্যয়ের ছবি। চেন্নাইয়ের সর্বোচ্চ রান শিবম দুবের ২৯বলে ৩১। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ রান বিজয় শঙ্করের ২১বলে ২৯,রাহুল ত্রিপাঠির ২২বলে ১৬। এর আগে চেন্নাই ঘরের মাঠে কখনও ১০৩ রানে ইনিংস শেষ করেনি।
চেন্নাইয়ের উইকেটে বরুন চক্রবর্তী,সুনীল নারাইন এবং মঈন খানকে খেলালো ককেআর। স্পিন সহায়ক উইকেটে সুনীল নারাইন তিন উইকেট নিয়ে দলের সর্বোচ্চ শিকারি। বরুনের শিকার দুই উইকেট। মঈন,বৈভব অরোরা একটি করে উইকেট নিয়েছেন। হর্ষিত রানার শিকার দুই শিকার। কেকেআর তিন স্পিনারের ঘূর্নিতে চেন্নাইয়ে ছয় ক্রিকেটার ফিরে গিয়েছেন। দুই পেসাররা নির্দিষ্ট জায়গায় বল করে চাপ যেমন বাড়িয়েছেন তেমনই উইকেটও নিয়েছেন।