এসিএলের প্রস্তুতির মধ্যেই কলকাতা লিগের ম্যাচ ঘোষণা

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্য়াল মিডিয়া

ডুরান্ড কাপের অভিযান শেষ হয়েছে মোহনবাগানের। এবার মিশন এসিএল ২। এরইমধ্যে কলকাতা লিগও খেলতে হবে মোহনবাগানকে। ডুরান্ড কাপ শেষ না হলে কলকাতা লিগে খেলবে না বলেই জানিয়েছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের কাছে হেরে ডুরান্ডের কোর্য়াটার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে সবুজ মেরুন। এবার কলকাতা লিগের খেলতে নামতে হবে বাগানকে।

২১ আগস্ট সুরুচি সংঘের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ খেলবে মোহনবাগান, ২৪ আগস্ট বেহালা এসএসের বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ খেলবে মোহনবাগান। ২২ আগস্ট ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ খেলবে মহামেডান।

৮ আগস্ট আইএফএকে চিঠি দেন দলের সিইও বিনয় চোপড়া। সেই চিঠিতেই ডুরান্ড চলাকালীন কলকাতা লিগের কোনও ম্যাচ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেনি আইএফএ। অনুরোধের তোয়াক্কা না করেই বুধবার ম্যাচ রাখা হয়। প্রথমে এই ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান মাঠে। কিন্তু ব্রডকাস্ট ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায়, ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয় নৈহাটিতে।মেসার্স ক্লাবের বিরুদ্ধে খেলতে নামেনি মোহনবাগান।

সোমবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-র প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। ডুরান্ড কাপ হাতছাড়া হলেও বাগানের সামনে এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।জাতীয় দলের শিবিরে ফুটবলার ছাড়বে না মোহনবাগান জানিয়ে দিয়েছে।

00:43