কলকাতা পুরসভার ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী সভার অনেকে

Kolkata Municipal Corporation Hosts Iftar, CM Mamata Banerjee Joins in Spirit of Harmony

বঙ্গবার্তা ব্যুরো,
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বরাবরই সম্প্রীতির কথা বলেন। বাংলা যে সম্প্রীতির পীঠস্থান তা গোটা দেশবাসী উপলব্ধি করে। মুখ্য মন্ত্রীর দাবী ধর্ম যার কিনা, উৎসব সবার। পয়লা বৈশাখ থেকে দুর্গাপুজা, ছট, বড়দিন, রথযাত্রা এবং মুসলিম সম্প্রদায়ের ঈদ-সহ অন্যান্য ধর্মীয় উৎসবে সর্বদাই মানবতার ও সহাবস্থানের বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে বিভিন্ন সমাজসেবা মুলক কাজের জন্য যেভাবে উৎসাহ দেন তিনি, ঠিক সেইভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদেরও সমাজের মুলস্রোতে ফিরিয়ে আনার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেন। রাজ্যবাসীর ঐক্যের জন্য ধর্মের উর্দ্ধে উঠে সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এক ছাতার তলায় আনার কথা বার বার বলেন তিনি। সেই চিবিন দেখা গেলো মঙ্গলবার। কলকাতার পার্ক সার্কাস ময়দানে পুরসভার উদ্যোগে আয়োজিত ‘দাওয়াত-এ ইফতার’-এ সাধারণ মানুষের সঙ্গে ইফতারে অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারে কলকাতা কর্পোরেশন আয়োজিত ‘দাওয়াত-এ ইফতারে’ সেই সম্প্রীতির ছবি ফুটে উঠল। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে ইফতারে সামিল হন তিনি। ইফতার মজলিশে মুখ্যমন্ত্রীকে কলকাতা পুরসভার পক্ষ থেকে অভ্যর্থনা জানান মেয়র ফিরহাদ হাকিম। ফেসবুক ওয়ালে মুখ্যমন্ত্রী পোষ্ট করে লিখেছেন ‘সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ, (মঙ্গলবার) কলকাতা পৌরসংস্থা আয়োজিত রমজান উপলক্ষে দাওয়াত-এ-ইফ্তার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলাম। বৈচিত্রের মধ্যে ঐক্যের- এই ধারা চিরকাল অক্ষুণ্ণ থাকুক। একতাই সম্প্রীতি – এটাই আমাদের মন্ত্র। সর্বধর্ম সমন্বয়বাদ প্রতিটি মানুষের মননে ছড়িয়ে পড়ুক। সব ধর্মই আমার কাছে সম্মানের এবং শ্রদ্ধার। জাতি-ধর্ম-বর্ণ-বর্গের ঊর্ধ্বে, আমাদের সকলের এই অচ্ছেদ্য বন্ধন যেন অটুট থাকে এই প্রার্থনা আমার। শান্তি-সৌহার্দের বন্ধনে একত্রিত হয়ে বাংলার সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য্য, জাভেদ খান, গোলাম রব্বানি, শশী পাঁজা, সুজিত বসু, বিধায়ক মোশারফ হোসেন, দেবাশিস কুমার, অতীন ঘোষ, নয়না বন্দোপাধ্যায়, নির্মল মাঝি, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, অরুনজ্যোতি ভিক্ষু, সংখ্যালঘু কমিশনের সদস্য সতনাম সিং আলুওয়ালিয়া, রেড রোডের ঈমামে ঈদাইন কারি ফজলুর রহমান, মেয়রপত্মী ইশমাতআরা হাকিম, ইমাম সংগঠনের মাওলানা আবদুর রাজ্জাক, বাকিবিল্লাহ সরদার, মানিকতলা দরবারের কুতুবউদ্দিন তরফদার, পীরজাদা কাসেম সিদ্দিকী, মিল্লি কাউন্সিলের সাহুদ আলম প্রমুখ। নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমি রমযানের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে সম্প্রীতির পীঠস্থান সেই বিষয়টি তিনি উল্লেখ করেন। কলকাতা কর্পোরেশনের ইফতারে অংশ নেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। অনেক সাধারণ মানুষ ও অংশ নেন ইফতারে।

05:06