Upload By K. Halder at 25th April 2025, 05:14 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ফাঁদ পাতা ছিল অনেকদিন ধরে। লাগিয়ে রাখা হয়েছিল খোচড়দেরও। তবুও রহস্য ভেদ হচ্ছিল না। কিছুতেই ধরা যাচ্ছিল না কলকাতার বাইক চোরদের। অবশেষে সম্প্রতি সেই বাইক চোরদের ধরতে সফল হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
বেশ কিছু দিন ধরেই কলকাতার বিভিন্ন থানা এলাকায় বাইক চুরির অভিযোগ আসছিল। গোয়েন্দা বিভাগ সেই অভিযোগের কিনারা করতে উঠেপড়ে লাগে। তাদের যত সোর্স আছে তাদের কাজে লাগানো হয়। নেওয়া হয় প্রযুক্তিগত সাহায্যও। তবুও জালে ধরা যাচ্ছিল না চোরকে। প্রতিদিনই এই নিয়ে নজরদারি চালানো হচ্ছিল।
এরপরেই এই বিষয়ে পাওয়া সমস্ত খবর এবং প্রমাণ এক জায়গায় করে নিখুঁত বিশ্লেষণ করা হয়। তারপরেই সাফল্য পায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধরা পড়ে বাইক চোর। এ মাসের ১৫ তারিখ স্বপন মণ্ডল নামে এক ব্যাক্তিকে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় অরুণ ভূঁইয়া নামে আরও এক ব্যক্তিকে। দুজনেই এই বাইক চুরির সঙ্গে যুক্ত। পুলিশের দীর্ঘ জেরার মুখে তারা অপরাধ কবুল করেছে।
তাদের কাছ থেকে খবর পেয়ে ১০টি বাইক উদ্ধার হয়েছে। এই বাইকগুলি চুরি যাওয়ার অভিযোগ কলকাতার বিভিন্ন পুলিশ স্টেশনে বিভিন্ন সময়ে নথি ভুক্ত করা হয়েছিল। পুলিশ খতিয়ে দেখেছে যে সব বাইক চুরির অভিযোগ জমা পড়েছিল সেগুলির নম্বরের সঙ্গে উদ্ধার হওয়া বাইকগুলির নম্বরও মিলে গেছে। তদন্ত চলছে। ধৃতরা এখন পুলিশ হেপাজতে রয়েছে।