বঙ্গবার্তা ব্যুরো,
আলিপুর বডিগার্ড লাইনস পুলিশ ব্যারাকের মাঠে কলকাতা পুলিশ কমিশনার একাদশ, বনাম কলকাতা প্রেসক্লাব একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচে কলকাতা প্রেসক্লাব ১০ রানে জয়ী।জমজমাট খেলায় প্রথম ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৭ উকেটের বিনিময়ে ১২৮ রান তোলে। জবাবে কলকাতা পুলিশ কমিশনাররের দল ১৪.৪ ওভারে ১১ ৮ রান করে আউট হয়ে যায়। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। কলকাতা প্রেসক্লাবের তরফ থেকে ছিলেন টিভি এইটিন এর সম্পাদক বিশ্ব মজুমদার এবং প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক ও অন্যান্য সাংবাদিকরা।

