পীযূষ চক্রবর্তী,
বেআইনি নির্মাণের প্রতিবাদ করাই এবার কাউন্সিলরের স্বামীর হাতে আক্রান্ত হলেন প্রতিবাদী যুবক। খোদ কলকাতার বড়বাজারের কলুটোলা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। প্রতিবাদী যুবক তৃণমূলের একজন সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।
জানা গিয়েছে, সম্প্রতি বেআইনি নির্মাণ নিয়ে প্রতিবাদ করেছিলেন শরিক আমান নামে এক যুবক। তিনি বড়বাজার এলাকার তৃণমূলের হকার ইউনিয়নের নেতা। সম্প্রতি ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বেআইনি কার্যকলাপ নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন আমান। কিছু ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিয়ো পোস্ট করার পর থেকেই তাকে বার বার ফোনে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আমানের অভিযোগ, শনিবার সন্ধ্যায় ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েশা নাজের স্বামী ইরফান আলি ও তার অনুগামীরা শরিকের উপর চড়াও হন। রড দিয়ে বেধড়ক মারধরের পর তাকে চপার দিয়ে কোপানো হয়। গুরুতর জখম হন ওই যুবক। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছাড়ায় ওই এলাকায়। শরিকের অভিযোগ, ছাদে তুলে নিয়ে গিয়ে আমাকে নিচে ফেলে দিয়ে খুন করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। নির্দল কাউন্সিলরের স্বামী ইরফান আলি অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, সে পাড়ায় অশান্তি করছিল,তাই পাড়ার লোকজনই ওকে পাকড়াও করেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আমান। অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কাউন্সিলরের স্বামীর হাতে আক্রান্ত যুবক
