খুবই ব্যস্ত, জল্পনা হলেও এই বছর বিয়ের কোনও পরিকল্পনাই নেই কৃতি শ্যাননের

বঙ্গবার্তা ব্যুরো,
বিয়ে করতে চলেছেন কৃতি শ্যানন? বলিউড দুনিয়ায় জল্পনা এখন এটাই। কৃতির বিয়ে নিয়ে জল্পনা-কল্পনাকে সিলমোহর দিয়েছে ইউকে-ভিত্তিক ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে তাঁর ডেটিং। মাত্র কয়েক দিন আগে, দিল্লি বিমানবন্দরে একসঙ্গে তাঁদের দেখা গেছে। সে ছবিও ঘুরে বেড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত বছর এই যুগলকে বন্ধুদের সঙ্গে একসাথে ক্রিসমাস উদযাপন করতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, তাদের একসঙ্গে বহুবার দেখা গেছে, আর তাতেই শক্তিশালী হয়েছে কৃতির বিয়ের জল্পনা।


তবে কৃতির ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের মধ্যেই ফিল্মি দুনিয়ার একটি সূত্র দাবি করেছে যে এই বছর কৃতির বিয়ের কোনো পরিকল্পনা নেই। ২০২৫ সালে তিনি এতটাই ব্যস্ত যে বিয়ের জন্য সময় বের করাই মুশকিল। কৃতি এখন দিল্লিতে রয়েছেন এবং আনন্দ এল রায়ের চলচ্চিত্রের শুটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন। কৃতিকে আনন্দ এল রায়ের চলচ্চিত্র তেরে ইশক মে এ দেখা যাবে।তেরে ইশক মে – ছবিতে কৃতি খুবই আকর্ষনীয় চরিত্রে অভিনয় করছেন। এটা শেষ হলেই হাতে রয়েছে আরও অনেক কাজ। কাজেই এই বছরে আর বিয়ের পিঁড়িতে বসা হচ্ছে না কৃতির।