প্রতিবাদেও ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর উপর, মুসলিম সমাজ কে বার্তা কুনাল ঘোষের

Kunal Ghosh message to Muslim community on Wakf protest

Upload By K. Halder at 12th March 2025, 05:20 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যজুড়ে চলা প্রতিবাদ কর্মসূচির মাঝে মুসলিম সমাজকে প্রতিবাদ থেকে বিরত থাকার পরোক্ষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন যে এই আইন রাজ্যে কার্যকর হবে না, তখন রাজপথে আন্দোলনের প্রয়োজন নেই।


শনিবার কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যখন স্পষ্টভাবে বলেই দিয়েছেন, রাজ্য এই আইনকে সমর্থন করে না এবং তা বাংলায় লাগু হবে না, তখন আর আন্দোলনের অর্থ নেই। মানুষের উচিত মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখা এবং ১৬ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা, যখন তিনি এই বিষয়ে রাজ্যের জন্য একটি বার্তা দেবেন।


তবে কুণাল ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার বক্তব্য, আপনাদের প্রতিবাদের অধিকার অবশ্যই আছে। কিন্তু সেই প্রতিবাদ যদি সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটিকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। মোল্লা আলি ক্রসিংয়ে যা হয়েছে, তা দুঃখজনক। রাস্তাঘাট বন্ধ করে দিয়ে শহর অচল করে দেওয়াটা জনস্বার্থে নয়।


তিনি দাবি করেন, বিজেপি এই আইনের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা ছড়াতে চাইছে এবং মুসলিম সম্প্রদায়ের আবেগকে কাজে লাগিয়ে অস্থিরতা তৈরি করতে চাইছে। এই আইনকে কেন্দ্র করে উসকানি দিয়ে রাজনৈতিক ফায়দা তোলাই ওদের আসল লক্ষ্য, বলে উল্লেখ করেন তিনি।


তবে কুণাল ঘোষের এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছে। কারণ, কিছুদিন আগেই তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের ডাকে কলকাতা শহরের বুকে বিশাল মিছিল হয়েছিল, যাতে শহরের স্বাভাবিক ছন্দ বিপর্যস্ত হয়। সেদিন সাধারণ মানুষের দুর্ভোগ হলেও, দলের তরফে কোনও অনুশোচনা বা সতর্কবার্তা শোনা যায়নি।


এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে কুণাল ঘোষের মন্তব্যকে দ্বিচারিতা হিসেবেই দেখছেন অনেকেই। প্রশ্ন উঠছে, যখন শাসক দলের কর্মসূচিতে শহর অচল হয়, তখন তা সমর্থনযোগ্য, আর ধর্মীয় আবেগ থেকে সংগঠিত প্রতিবাদ হলেই কেন আপত্তি, এই প্রশ্নও উঠতে শুরু করেছে।