পীযূষ চক্রবর্তী,
নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক অভিযোগ করলেন শিক্ষক দুর্নীতি মামলায় সদ্য জামিন পাওয়া কুন্তল ঘোষ। বৃহস্পতিবার বিচার ভবনে মামলার পরিপ্রেক্ষিতে এসেছিলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেখানে তাকে ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রাক্তন তিনি। বিচারকের কাছে তিনি দাবি করেন, কোর্ট রুমের বাইরে অজ্ঞাত পরিচয় দুই যুবক তাকে হুমকি দিয়ে বলেন, তাপস মণ্ডলের টাকাটা ফেরত দে। না হলে পরিবারের সদস্যদের শেষ করে দেওয়া হবে।
স্বাভাবিকভাবেই আদালত চত্বরের মধ্যেই হুমকি দেওয়ায় বেশ ভয় পেয়ে যান সদ্য জামিন পাওয়া কুন্তল। এই ঘটনা জানাজানি হতেই হুলস্থূল পড়ে যায় আদালত চত্বরে। কুন্তল বিষয়টি বিচারকের কাছে জানান। বিচারক তাকে সাবধানে থাকার কথা বলেন।
কুন্তল এও বলেন, অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে যদি তদন্ত করা হয় তবে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার হন কুন্তল। প্রথমে তাকে ইডি গ্রেফতার করলেও পরে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই কুন্তলকে নিজেদের হেফাজতে নেয়। তার বিরুদ্ধে বহু অযোগ্য প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই একসময় পরিচিত ছিলেন কুন্তল। পরে তাকে বহিষ্কার করে তৃণমূল। সম্প্রতি জামিন পেয়েছেন ওই যুব তৃণমূল নেতা।
বাঘের ঘরে ঘোগের বাসা, আদালত চত্বরেই প্রাণনাশের হুমকি কুন্তল ঘোষকে
