নেশনস কাপে সুযোগ পেলেও খেলা কঠিন পাকিস্তানের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

পাকিস্তানের খেলাধুলার দুরাবস্তা ফের একবার প্রকাশ্যে এল। নিউজিল্যান্ড ২০২৪-২৫ মরশুমের নেশনস কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ২০২৫-২৬ মরসুমের প্রো লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু প্রতিযোগিতা থেকে নিউজিল্যান্ড নাম প্রত্যাহার করে নেওয়ায় আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ) সুযোগ দিয়েছে রানার্স পাকিস্তানকে।

প্রতিযোগিতায় খেলার কথা ন’টি দলের। আগেই যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ইংল্যান্ড, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস এবং স্পেনের। শেষ দল হিসাবে সুযোগ পেয়েছে পাকিস্তান।
সুযোগ পেলেও সংশয়ে রয়েছেন পাকিস্তানের হকি কর্তারা। বিদেশে দল পাঠানোর মতো টাকা নেই পিএইচএফর ভান্ডারে। হকি কর্তারা পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে ২৫ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২১ কোটি ২০ লাখ টাকা) সাহায্য চেয়েছেন। সেই কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশনকে এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে কিছু জানতে পারেনি পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আসরে নামতে পারেন বলে সূত্রের খবর।

পাকিস্তানের হকি দল একটা সময় ছিল বিশ্বের সেরা শক্তি, কিন্তু বিগত এক দশকে সেই দলের অধগমন হয়েছে। টানা তিনবার অলিম্পিকে খেলার ছাড়পত্র পায়নি তারা। শেষ তিনটে বিশ্বকাপের দু’টিতে খেলেনি। এবার নেশনস কাপ খেলার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারছে না পাকিস্তান।