বঙ্গবার্তা ব্যুরো,
ভাষা বিতর্কে এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে এই দাবী তুলে বেশ কিছুদিন ধরেই সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। সেই বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি সিআইএসএফের এক অনুষ্ঠানে এসে ভাষা নিয়ে স্টালিনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।
অমিত শাহ বলেন, স্টালিন নিজের রাজ্যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর পঠন-পাঠান তামিল ভাষায় শুরু করে দেখান।যাতে তামিলনাড়ুর ছেলে মেয়েরা উপকৃত হন। এর পাশাপাশি তিনি দাবি করেন মোদী সরকারের আমলে রাজ্যের বিভিন্ন ভাষাকেই সমান মর্যাদা দেওয়া হয়। তিনি বলেন মোদী সরকারের পদক্ষেপের ফলেই যাঁরা সিআই এসএফের পরীক্ষায় বসতে চান তারা নিজেদের আঞ্চলিক ভাষাতেই পরীক্ষা দিতে পারেন।
অমিত শাহ এদিন তামিলনাড়ূর সংস্কৃতি এবং ঐতিহ্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন দেশের উন্নয়নে তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভাষা নিয়ে কোনো বিতর্ক বা দ্বন্দ্ব তৈরির চেষ্টা করা অনুচিত।
ভাষা বিতর্কে দ্বন্দ্বে অমিত শাহ ও এম কে স্টালিন
