প্রয়াত কবি রাহুল পুরকায়স্থ

বঙ্গবার্তা

বাংলা কবিতা ও সাহিত্যের জগতে আবার ও এক দুঃখের সুর। মারা গেলেন কবি, সাংবাদিক ও লেখক রাহুল পুর কায়স্থ। কয়েক মাস ধরেই অসুখে ভুগছিলেন। তবে তাতে বন্ধ হয়নি তার সাহিত্য চিন্তা ও রচনা। একসময় দর্পণ নামে একটি টিভি শো এর ভাবনা ও পরিকল্পনার নেপথ্য কারিগর ছিলেন তিনি। পরে খাস খবর, ২৪ ঘণ্টা টিভি এমন অনেক চ্যানেলের উপদেষ্টা ও পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আলমামুদের কবিতার ভক্ত রাহুল পুরকায়স্থ লিখেছেন অনেক কবিতা ও গ্রন্থ। রেখেগেলেন সেই সৃষ্টি। দমদমের ওএলক্স নার্সিং হোমে তার মৃত্যু হয়।