বঙ্গ বার্তা,
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হলো বিধান সভায়। বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়কে সতর্ক করেই এইবারের মতো রেহাই দেওয়া হলো। রাজ্য সরকারকে জনসমক্ষে হেয় করার জন্য বিজেপির বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের বক্তব্য সঠিক নয়। বিকৃত করা হয়েছে তথ্য এবং তা উপস্থাপনার কাজ উপযুক্ত নয়। প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এজন্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বের পর অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এদিন সভায় জানান, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও হিরন্ময় চট্টোপাধ্যায় উভয়ের তরফেই তথ্য প্রমাণ সহ কাগজপত্র জমা পড়েছে এবং তা খতিয়ে দেখা হয়েছে। এই প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, স্কচ আ্যওয়ার্ড অর্থ দিয়ে কিনেছে রাজ্য সরকার এই অভিযোগ করেছেন বিধায়ক। এর পাল্টা অভিযোগ খন্ডন করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নির্ধারিত ফি জমা দিতে হয়েছে। উল্লেখ্য, কাজে ওই সম্মানের জন্য রাজ্য সরকার ঘুষ দিয়েছেন তা সঠিক তথ্য নয়। ভবিষ্যতে সতর্ক হয়েই কোনও বিতর্কিত বিষয়ে মন্তব্য করার আগে তা যাচাই করে নিতে পরামর্শ দেন অধ্যক্ষ। বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে এই নিয়ে এক নিন্দা প্রস্তাব এদিন সভায় উত্থাপন করেন শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ। অধ্যক্ষের অনুমতিতে সভায় তা পাঠ করেন এবং সেটি সভায় গৃহীত হয়েছে। এর ফলে, সরকার পক্ষের তরফে বিরোধী দলের সদস্যদের সতর্ক করার সুযোগ কার্যকর হলো।
বিধানসভায় শুভেন্দু’র নামে নিন্দা প্রস্তাব, হিরণকে সতর্ক করলেন অধ্যক্ষ
