ছাত্রীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব, সমকামী অধ্যাপিকার

বঙ্গবার্তা ব্যুরো,

প্রতীকি ছবি

কলেজ ছাত্রীকে প্রেম ও শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টার অভিযোগ উঠল সমকামী এক অধ্যাপিকার বিরুদ্ধে। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় বলে অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিযুক্ত কলেজের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা। আরামবাগ নেতাজি মহা বিদ্যালয়ের ওই অধ্যাপিকার বিরুদ্ধে আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে। কলেজ পরিচালনা সমিতির জরুরী বৈঠক ডাকা হয়েছে।

আরামবাগ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী। অধ্যাপিকা প্রথমে তার সঙ্গে বন্ধুত্ব করেন। পরে তাদের বাড়ির দোতলায় একটি ঘর ভাড়া নেন। অভিযোগ, কিছুদিন পরেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হন তিনি। তবে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন ছাত্রী। অভিযোগ, এর পর থেকেই অধ্যাপিকা ছাত্রীকে ব্ল্যাকমেল করতে থাকেন। এমনকি আত্মহত্যার হুমকিও দেন। ছাত্রীর দিদি বলেন, “আমার বোন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পড়ুয়া।

২০২১ সাল থেকে ২০২৪ পর্যন্ত আমাদের বাড়িতে অধ্যাপিকা ভাড়া থাকতেন। ২০২১ সালে বোনকে প্রেমের প্রস্তাব দেন তিনি। বোন নাকচ করে দেয়। তারপরই আমার বোনকে মানসিক ও শারীরিক অত্যাচার করছেন। বোন প্রত্যাখ্যান করায় তাকে নিগ্রহ করেন। ছাত্রীর দিদি বলেন, অধ্যাপিকার মুখোশ খুলে যাক, ওনার আসল চেহারা টা সবাই জানুক। এর জন্য আইনি সাজা পাক উনি।

গত জুন মাসে ওই ছাত্রী আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ প্রথমে তৎপর হয়নি বলেই অভিযোগ। সম্প্রতি ওই অধ্যাপিকার বিরুদ্ধে আরেক ছাত্রী একই অভিযোগ করেন। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। ওই ছাত্রী আইসি রাকেশ সিংয়ের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানান। আরামবাগ থানার পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, “উনি আমাদের প্রাক্তন ছাত্র। ওর বাড়িতে কোনও অধ্যাপিকা ভাড়া থাকতেন কিনা, আমার জানা নেই। কেউ কোনও অভিযোগে থানায় যেতেই পারেন। যেহেতু উনি আমাদের বর্তমান ছাত্রী নন, তাই আমি কিছু বলতে পারব না। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।