পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে ভারতীয় জীবনবিমা নিগম

LIC support for Pahalgam terror attack victims

Upload By K. Halder at 25th April 2025, 01:26 PM

বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগাঁয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন দেশ। এই পরিস্থিতিতে শোকপ্রকাশ করল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। পাহেল গামে এলআইসি অফ ইন্ডিয়া ক্ষতিগ্রস্তদের বিশেষ সহায়তা দেবার কথা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে বীমার নিষ্পত্তি দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে নিগম।


ভারতীয় জীবনবিমা নিগম জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার শিকার যারা তাদের পাশে দাঁড়াতে নিগম প্রতিশ্রুতিবদ্ধ এবং দ্রুত বিমা নিষ্পত্তির মাধ্যমে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। এলআইসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ মোহান্তী জানিয়েছেন, এই দুর্ভোগের সময় বিমা দাবিদারদের স্বস্তি দিতে এলআইসি একাধিক ছাড় ঘোষণা করেছে।


জানানো হয়েছে বিমা দাবির জন্য মৃত্যুর সার্টিফিকেট আবশ্যক নয়। তার পরিবর্তে, সরকারি নথিতে যদি সংশ্লিষ্ট ব্যক্তি সন্ত্রাসবাদী হামলায় নিহত বলে উল্লেখ থাকে, অথবা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের প্রমাণ থাকে তবে তা মৃত্যুর প্রমাণ হিসেবে গৃহীত হবে। জীবনবিমা নিগম আমি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে পৌঁছে দ্রুত ও সরল পদ্ধতিতে দাবি নিষ্পত্তির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।


এই ক্ষেত্রে যারা বিমার দাবিদার তাঁদের নিকটস্থ এলআইসি শাখা, ডিভিশন বা গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও, সহায়তার জন্য ফোন করা যেতে পারে এলআইসির কাস্টমার কেয়ার নম্বর ০২২ ৬৮২৭৬৮২৭। এলআইসি শোকাহত পরিবারগুলির পাশে সর্বদা আছে এটাই তাদের অঙ্গীকার।

23:20