বিগ বেনে প্যালেস্তাইনের পতাকা ওড়ানোর জেরে গ্রেফতার

বঙ্গবার্তা ব্যুরো,
এই মুহূর্তে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে গাজা আর প্যালেস্তাইন।এবার ব্রিটেনের রাজধানী রাজধানী লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের ঐতিহাসিক এলিজাবেথ টাওয়ার বা বিগ বেনে উঠে প্যালেস্তাইনের পতাকা ওড়ালেন এক ব্যক্তি।ফিলিস্তিনকে মুক্ত করো বা ফ্রি প্যালেস্টাইন-এর স্লোগানও দেন ওই ব্যক্তি।
তবে টাওয়ারে উঠলেও তাঁকে সঙ্গে সঙ্গে নামানো যায় নি।প্রায় ১৬ ঘণ্টা টাওয়ারে থাকার পর নেমে আসেন ওই ব্যক্তি। তারপরই তাঁকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।ওই প্রতিবাদী ব্যক্তি বিগ বেনে উঠে পড়েছেন এমন নজরে আসতেই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় ব্রিটিশ পার্লামেন্ট ভবনের স্পেশাল সফর প্যাকেজগুলো।
এরপর ডাকা হয় ফায়ার ব্রিগেড।জরুরি উদ্ধারকারী বিভাগের কর্মীরা একটি ক্রেন নিয়ে ওই ব্যক্তির কাছাকাছি পৌঁছান এবং তাঁর সঙ্গে কথা বলেন।পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর সেখানকার রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।