শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ,দক্ষিণ বঙ্গের সব জেলায় ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

Published By Subrata Halder, 29 May 2025, 11:50 a.m.

বঙ্গবার্তা ব্যুরো,
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্ন চাপ এই মুহূর্তে রয়েছে ওড়িশা উপকূলের কাছে। উপকূল ঘেঁষে সেটি সরছে উত্তর দিকে।এর ফলে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা না থাকলেও গভীর নিম্ন চাপের দরুন উপকূলবর্তী এলাকায় দুর্যোগ হতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস।
এই পরিস্থিতিতে সাগর উত্তাল থাকবে তাই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণ বঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নাদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। তবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

05:02