বঙ্গবার্তা ব্যুরো,
সব ধরণের ব্যবহারকারীর জন্য সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বাড়ানো হল এলপিজি-র দাম। ভর্তুকিপ্রাপ্ত এবং সাধারণ শ্রেণির গ্রাহক উভয়ের জন্যই বৃদ্ধি করা হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তেল মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, প্রতি দু’ থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা করেই এলপিজির দামবৃদ্ধি করা হয়েছে।
গত সপ্তাহেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছিল। রেস্তোরাঁ, হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির দৈনন্দিন কাজের জন্য এই সিলিন্ডার ব্যবহার করে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, “১৪.২ কেজি এলপিজি-র দাম উজ্জ্বলা প্রকল্পের অধীন গ্যাস সিলিন্ডার ৫০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫৫০ টাকা এবং সাধারণ মানুষের জন্য ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা হবে দাম।
এদিনই আবার কেন্দ্র পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক বাড়িয়েছে, তবে এই বৃদ্ধি গ্রাহকদের উপর চাপানো হবে না বলে জানানো হয়েছে। এই শুল্ক বৃদ্ধি ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে আদেশে। একলাফে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় কলকাতায় সিলিন্ডার প্রতি দর বেড়ে হলো ৮৭৯ টাকা। যার ফলে মধ্যবিত্তের হেঁশেলে এর জেরে ধাক্কা লাগবে বলেই মনে করছেন অনেকে। ক্ষোভ সাধারণ মানুষের মনে।
আরো মহার্ঘ্য হলো রান্নার গ্যাস, কাল থেকেই ৫০ টাকা দাম বাড়ছে প্রতি সিলিন্ডারে
