বঙ্গবার্তা ব্যুরো,
৪৫ দিন ধরে চলা এবারের মহকুম্ভের আজই(বুধবার) সমাপ্তি। শিবরাত্রির মহা স্নান দিয়েই শেষ হচ্ছে এবারের মহাকুম্ব। শিবরাত্রির দিন স্নান করার জন্য গভীর রাত থেকেই পুণ্যার্থীরা মহাকুম্ভে আসতে থাকেন। অনেকেই শিবির করে রাত কাটিয়েছেন। ভীড় এড়াতে অনেকে আবার নির্দিষ্ট সময়ের আগেই স্নান সেরে নিয়েছেন।বেশির ভাগ মানুষ অবশ্য ব্রাম্ভ মুহূর্তেই স্নান সেরেছেন। এবারের মহা কুম্ভে তিনটি অমৃত স্নান হয়েছে। মেলা শুরু হয় ১৩ জানুয়ারি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবার মহাকুম্ভে প্রায় ৬৪ কোটি মানুষ পুন্য স্নান করতে এসেছিলেন। মহাকুম্ভ রাজ্যের অর্থনীতিতেও বড় সাফল্য এনে দিয়েছে বলে যোগী সরকারের দাবি। মহাকুম্ভে এবা প্রায় তিন লাখ কোটি টাকার বাণিজ্য হয়েছে বলেই যোগী সরকারের দাবি।
দেশের বিভিন্ন রাজ্যের ধর্মপ্রান মানুষ তাকিয়ে থাকেন মহাকুম্ভের দিকে। কারণ মহাকুম্ভ প্রতি বারো বছরে একবার হয়। এবার মহাকুম্ভে যে যোগ ছিল তা নাকি ১৪৪ বছরে একবার আসে। যদিও এ নিয়ে বিতর্ক আছে।
এবারের মহাকুম্ভ অনেক দিক থেকেই ঘটনা বহুল। এবার তিনবার মেলায় আগুন লেগেছে। পদপিষ্ট হয়ে মারা গেছেন কমপক্ষে তিরিশ জন। মেলায় যেতে গিয়ে পুণ্যার্থীদের ৩০০ কিমি দীর্ঘ জ্যামে পড়তে হয়েছে। তবু এসব কিছুই উপেক্ষা করে দূর দুরান্ত থেকে কোটি কোটি মানুষ মহাকুম্ভে এসেছেন তাঁদের বিশ্বাস আর শ্রদ্ধা নিয়ে। যে বিশ্বাস আর শ্রদ্ধা যুগ যুগ ধরে বয়ে নিয়ে চলেছে ভারতবর্ষ। কুম্ভে পুণ্য স্নানের সেই ট্র্যাডিশন আজও সমান ভাবে বয়ে চলেছে, কোথাও তার এতটুকু পরিবর্তন হয় নি। এটাই ভারতবর্ষ।
শিবরাত্রির মহা স্নান দিয়েই বুধবার শেষ হচ্ছে এবারের মহকুম্ভ মেলা

