বঙ্গবার্তা ব্যুরো,
অবশেষে ঘোষণা হল মহারানি সিজন ৪ এর। এই ঘোষণা মহারানি মানে হুমা কুরেশি নিজেই করেছেন। নিজের সমাজ মাধ্যমে তিনি লিখেছেন মহারানির ৪র্থ পর্ব আসার সময় হয়ে গেছে।সিরিজের প্রোডিউসার সাহিবাকে ধন্যবাদও দিয়েছেন তিনি। সেই সঙ্গে নিজের ছবিও দিয়েছেন । ছবিতে হুমাকে কালো টি শার্ট পরা দেখা যাচ্ছে । টি শার্টের পিছনে লেখা মহারানি ইজ ব্যাক।
২০২১ সালে প্রথম প্রকাশ পায় মহারানি। হিন্দি এই ওয়েব সিরিজ দর্শকদের মন জিতে নেয়। বিশেষ করে হুমা কুরেশির অভিনয় দর্শক ভুলতে পারেন নি।শুধু হুমা নন, সিরিজের সমস্ত অভিনেতাই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
মহারানি মূলত পলিটিক্যাল ড্রামা। বিহারের রাজনীতি এই কাহিনির মূল বিষয়।সিরিজে হুমাকে বিহারের এক গ্রাম্য বিবাহিত মহিলা হিসেবে দেখান হয়। যার নজর ছিল নিজের ছেলে মেয়ে আর পরিবার।তার স্বামী রাজনীতিবিদ এবং বিহারের মুখ্যমন্ত্রী।সেখান থেকে রাজনীতির ময়দানে তাঁর উথথান, চক্রান্তের শিকার, স্বামীর হত্যা এইসব নিয়েই এগিয়ে চলে গল্প। বিহারে রাজনীতি এবং ক্ষমতা দখলের লড়াই কত ভয়ঙ্কর হতে পারে এবং তার মধ্যে পড়ে গ্রামের এক সাধারন লেখাপড়া না জানা মহিলা নিজেকে সব কিছুর সঙ্গে খাপ খাইয়ে রাজনীতির কেন্দ্র বিন্দুতে চলে আসেন, সেই গল্প সাধারণ দর্শক দারুন ভাবে গ্রহণ করেছে।
এ পর্যন্ত এই ওয়েব সিরিজের তিনটি পর্ব দেখান হয়েছে। অপেক্ষা ছিল চতুর্থ পর্ব আসার। সেই অপেক্ষার শেষ হল নায়িকার সোস্যাল মিডিয়া পোস্টে। তবে কবে নাগাদ এই সিরিজ আসবে বা চতুর্থ পর্বের গল্পে কী থাকবে তা নিয়ে কিছুই জানান নি মহারানি।
হিন্দি ওয়েব সিরিজ মহারানি ৪ আসছে
