মহারাষ্ট্রে যোগী মডেল অনুসরণ মুখ্যমন্ত্রী ফড়নবিশের

বঙ্গবার্তা ব্যুরো,
নাগপুর দাঙ্গায় জড়িতদের কাছ থেকেই সম্পত্তি ক্ষয় ক্ষতির অর্থ আদায় করা হবে। তারা যদি তা দিতে না পারে তাহলে তাদের সম্পত্তি বিক্রি করে তা আদায় করা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন।
১৭ ই মার্চ, মধ্য নাগপুরে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় মহিলা পুলিশ কর্মী সমেত প্রায় তিরিশ জন আহত হন। একাধিক সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে কোনও প্রানহানির ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০৪ জনকে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং সমাজ মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ১২ জন নাবালক। ফড়নবিশ বলেন, এই ঘটনার জন্য প্রধানমন্ত্রীর আগামী ৩০ মার্চ নাগপুর সফরে কোনও প্রভাব পড়বে না। এই ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতার কথাও অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী বলেন তাঁদের কাজ আরো ভাল হতে পারত। একই সঙ্গে তিনি মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগও অস্বীকার করেছেন।নাগপুর হিংসায় বাংলাদেশি যোগের কথা উড়িয়ে দিয়ে, ফড়নবিশ বলেন এখনও পর্যন্ত তেমন কোনও প্রমাণ পাওয়া যায় নি।