ট্যাংরা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত প্রণয় দে

পীযূষ চক্রবর্তী,
ট্যাংরা কাণ্ডে গ্রেফতার করা হল অন্যতম অভিযুক্ত প্রসূন দে-কে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এদিনই হাসপাতাল থেকে ছাড়া পান প্রসূন। তার বিরুদ্ধে স্ত্রী, মেয়ে ও বৌদিকে খুনের অভিযোগ রয়েছে। ঘটনার দিন ওই তিনজনকে খুন করে দাদা প্রণয় ও নাবালক ভাইপোর সঙ্গে গাড়িতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন প্রসূন। তাদের তিনজনকে ভর্তি করা হয় হাসপাতালে। দাদা প্রণয় ও ভাইপো হাসপাতালে ভর্তি থাকলেও এদিনই এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন প্রসূন। তবে শেষরক্ষা হল না। স্ত্রী, মেয়ে ও বৌদিকে খুনের অভিযোগে অবশেষে পুলিশের জালে ট্যাংরা কাণ্ডের মূল অভিযুক্ত। আগামী কাল মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে।