ওয়াকফ ইস্যুতে অশান্তির মধ্যেই ফের শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee appeals for peace in West Bengal amid Wakf unrest

Upload By K. Halder at 21th March 2025, 06:01 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়ে পড়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। অনেক জায়গায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এই আবহে আবার রাজ্যবাসীর উদ্দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে খোলা চিঠি দিয়ে তিনি অনুরোধ করেছেন, যেন কেউ কোনও ধরনের উসকানিতে প্ররোচিত না হন।


সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গ্রুপের বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এসে ফের একবার ঘুরিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সরাসরি মুর্শিদাবাদ বা ওয়াকফ ইস্যুর উল্লেখ না করেও তার বক্তব্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য এবং ইতিবাচকতার আহ্বান।
মঞ্চ থেকে তিনি বলেন, আমি চাই, সবাই সবাইকে ভালোবাসুক। ভারতবর্ষ একটা বিশাল দেশ।

এটা ইউনিক কান্ট্রি। এখানে ভাষা, খাবার, পোশাক সবেতেই বৈচিত্র্য রয়েছে। নানা উৎসব, সংস্কৃতি ও ভাষার মধ্যে আমরা একসঙ্গে বাস করি। আমাদের এক থাকতে হবে, যেন আমরা একটা বৃহৎ ঐক্যবদ্ধ পরিবার হই। আমরা এই ঐক্যকে শক্তিশালী করব, বিভাজন নয়।”


তিনি আরও বলেন, সকলকে ভালোবাসুন, কাজের মধ্যে থাকুন। বাজে কথা শুনলে তা মনের মধ্যে গেঁথে যায়। কিন্তু ভালো কথা হৃদয়কে অনুপ্রাণিত করে। তাই সব সময় ইতিবাচক থাকুন, পজিটিভ কাজ করুন। পজিটিভিটি মানুষকে ভালো রাখে। মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অশান্তির আবহে রাজ্যজুড়ে একটি বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।

05:59