বঙ্গবার্তা ব্যুরো,
সাত দিনের লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চের ২১ তারিখ রওনা হচ্ছেন তিনি। ফিরবেন ২৯ তারিখ। দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।
সাত দিনের লন্ডন সফরে তিনি অক্সফোর্ডের ছাত্র এবং গবেষকদের সামনে বক্তব্য রাখবেন। নিজের ভাষণে এই রাজ্যে তিনি যে সব সামাজিক প্রকল্প চালু করেছেন তা নিয়ে বক্তব্য রাখতে পারেন । এই সব প্রকল্পে সামাজিক ভাবে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তাও তিনি তুলে ধরবেন।রাজ্যের একাধিক প্রকল্পের পাশাপাশি বাংলার সংস্কৃতি এবং তার ইতিহাস নিয়েও বক্তব্য রাখবেন তিনি।
অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সেখানকার শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।রাজ্যের জন্য বিনিয়োগ নিয়ে আসাই তাঁর প্রধান উদ্দেশ্য।এর আগেও মমতা বিদেশে রাজ্যের জন্য বিনিয়োগ আনতে গিয়েছেন।
লন্ডনের শিল্পপতিদের তিনি এ রাজ্যের পরিবেশ এবং বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রগুলি তুলে ধরতে পারেন। তার মধ্যে তথ্য প্রযুক্তি, পর্যটন বিশেষ গুরুত্ব পাবে।
অক্সফোর্ডে আমন্ত্রণ, মমতা যাবেন ২১ মার্চ
