মমতার আশ্বাসে কেউ বঞ্চিত হবেন না, বরফ গলবে কি? অজানা

Mamata Banerjee addressing job aspirants at Netaji Indoor Stadium in Kolkata with ministers and legal experts

বঙ্গবার্তা ব্যুরো,
চাকরিহারাদের প্রায় সব দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনি তিনি তাদের একধিক দাবি মেনে নিয়ে সরকারের দিক থেকে সব রকম সাহাযের আশ্বাস দিয়েছেন। এখন যাদের অযোগ্য বলা হচ্ছে তাঁদেরও একেবারে নিরাশ করেন নি। বলেছেন আগে যোগ্যদের নিয়ে ব্যস্থা করবেন তারপর তাঁদের সঙ্গে বসবেন।
এদিন নেতাজি ইন্ডোরে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরিহারাদের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মান্স ভূঁইয়া এবং পুলক রায়। এছাড়াও ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার পন্থ। এর পাশাপাশি ছিলেন সাহিত্যিক আবুল বাশার, কবি সুবোধ সরকার এবং অন্যান্য আধিকারিক এবং বহু আইনজ্ঞ।
চাকরিহারাদের মূলত দাবি ছিল কোনও রকম টাল বাহানা নয়, একেবারে নিশ্চিত ব্যবস্থা করতে হবে। তাঁরা বলেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে হবে। অন্য বিচারপতির এজলাসে সেই পিটিশন দাখিল করতে হবে।
যোগ্য আইনজীবী দিতে হবে। যাতে তাঁদের কথা ঠিকভাবে বলা হয়।রিভিউ পিটিশনের মামলা যতদিন না শেষ হচ্ছে, যে যেখানে যেভাবে কাজ করছেন তাকে সেই ভাবে কাজ করতে দিতে হবে।
সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্যদের তালিকা রয়েছে। যোগ্যদের আলাদা তালিকা তৈরি করে রিভিউ পিটীশন করতে হবে।
বিরোধী দলের সঙ্গে সর্বদল বৈঠক করতে হবে। মামলাক চলাকালীন কোনও নতুন বিজ্ঞপ্তি জারি করা যাবে না।
চাকরিহারাদের দাবির প্রায় সবই মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, যোগ্যদের পাশে থাকবেন।সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। যাঁরা চাকরি করছেন তাঁরা করবেন। কাউকে বরখাস্তের নোটিশ দেওয়া হয়নি।
তিনি এও আশ্বাস দিয়েছেন আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে।
আইনজীবীদের তালিকাও তিনি জানিয়েছেন। অভিষেক মনুসিংভি, কপিল সিব্বল, প্রশান্ত ভূষণ, রাকেশ দ্বিবেদী, দেবাঞ্জন মণ্ডল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন কারুর চাকরি কাড়তে দেব না। তিনি সি পি এম এবং বিজেপিকে এই চাকরি যাওয়ার জন্য দায়ী করেছেন।

08:07