বঙ্গবার্তা ব্যুরো,
২২ শে মার্চ বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপস্থিতির কারণেই তাঁর দায়িত্ব বন্টন করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার পাঁচজন – অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিল্পমন্ত্রী শশী পাঁজা, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী সুজিত বসুর কে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলের তরফে সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পুলিশ ও প্রশাসনের দায়িত্ব পালন করবেন রাজ্য পুলিশের মহানির্দেশক বা ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র ও অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার। এর ফলে, রাজ্য সরকার ও দলের মধ্যেই দায়িত্ব সুষমভাবে বন্টন করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকালে কারা কোন দায়িত্বে, সরকার ও দলে
