২০২৬ এর আগাম প্রশ্ন, পরীক্ষায় মমতা উত্তীর্ণ

বঙ্গবার্তা ব্যুরো,

১৯৯৩ থেকে ২০২৫ খুব কম সময় নয়। কিন্তু এই দীর্ঘ সময়ে তৃনমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়ের জীবনে নানা চড়াই উতরাই গেছে। গেছে নানা ঝড় ঝঞ্ঝা, কিন্তু কখনোই তিনি ভোলেন নি তার আহ্বানে ডাক দেওয়া মহাকরণ অভিযানে ১৩ জন যুবকের বাম জমানার পুলিশের গুলিতে মারা যাবার বিষয়টি।

সময় বদলেছে, শহীদ শ্রদ্ধাঞ্জলি সভায় আসেন এমন ভিড়ের মধ্যে এই প্রজন্মের যারা তাদের কাছে ১৯৯৩ এর শহীদের স্মৃতি শুধু একটা ঘটনা মাত্র, কিন্তু মমতা বুঝিয়ে দেন গণতান্ত্রিক আন্দোলনে জনগণের গণদেবতা হয়ে ওঠার শক্তিকে। তাই দলের কর্মী সমর্থকদের কাছে ২১ শে জুলাই এর সভা একটি দিক নির্দেশক হিসেবেই পালিত বা গৃহীত হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

২১ শে জুলাই এর মঞ্চে মমতার বক্তৃতায় স্পষ্ট হয়ে উঠল এবারের ২০২৬ এর নির্বাচনেও মূল ইস্যু হতে চলেছে এনআরসি। এবার হয়তো কেন্দ্রীয় সরকার অফিসিয়ালি তা ঘোষণা করেনি, তবে মমতা বন্দোপাধ্যায় এদিন তার বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন

বাংলাভাষী মানুষরা দেশের অন্য রাজ্যে নিপীড়নের শিকার হচ্ছেন। আর আবেগপ্রবন বাঙালি খুব সহজেই যে তা গ্রহণ করবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তা জানেন, তাই আজকের মঞ্চে মূল ইস্যু হয়ে উঠলো সেটি। একই সঙ্গে রাজ্য বিজেপির মধ্যে সূক্ষ ভাবে একটি বিভাজন রেখাও তিনি তৈরি করার চেষ্টা করেন।

এর আগে ভোটার তালিকা নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমাবেশে নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন। সেটাও মানুষের মনে দাগ কাটে। কালিগঞ্জ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ আর আজকের জন সভায় বিপুল সমাগম ও তাদের উৎসাহ মমতা ব্যানার্জি কে নতুন অক্সিজেন দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

যে মুখ্যমন্ত্রী একবছর আগে আরজিকরের পরে স্বতস্ফূর্ত জন বিক্ষোভ দেখে চিন্তিত হয়েছিলেন, এখন আবার স্বমহিমায় আগের আস্থা ফিরে পেলেন আজকের সভায়। তাই উপস্থিত জনতাকে দিয়ে বলিয়ে নিলেন ২০২৬ বিজেপি ফিনিশ,২০২৬ বিজেপি ভ্যানিশ, ২০২৬আবার দিদির কীর্তি, নিশ্চিত।বিরোধীরা যাই বলুক ২০২৫ এর শহীদ সমাবেশ সফল হয়েছে বললে অত্যুক্তি হবেনা।

15:31