রাজ্যের বিষয় নিয়ে অসমের নাক গলানোর প্রতিবাদ মমতার

Kashmir Attack Compensation West Bengal Government

বঙ্গবার্তা ব্যুরো,

বাংলার বিষয় নিয়ে অসম সরকারের নাক গলানো অনুচিত। তবু তারা এই অনৈতিক ও অসাংবিধানিক কাজ করছে বলে অসমের মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, অসমের কোকরাঝাড় ফরেনার্স ট্রাইবুনাল থেকে উত্তরবঙ্গের এক দম্পতিকে উদ্দেশ্য করে চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাঁদের বাংলাদেশি সন্দেহে নথিপত্র দাবি করা হয়েছে।

পাশাপাশি, হরিয়ানার গুরুগ্রাম থেকেও বাংলার একাধিক জেলা প্রশাসনকে নাগরিকদের নাম যাচাই করার নির্দেশ এসেছে কেন্দ্রের মদতে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাষা সন্ত্রাস এবং পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলা কারও দয়া বা অনুগ্রহে চলে না। বাংলা নিজের মর্যাদা ও অধিকার বুঝে নিতে জানে। যারা বাংলায় এসে কাজ করেন, তাদের আমরা সম্মান দিই। তাহলে আমাদের রাজ্যের মানুষ যদি অন্য রাজ্যে গিয়ে কাজ করেন, তবে তাদের উপর নজরদারি কেন? এটা বাংলার অপমান, এটা ভারতবর্ষের বহুত্ববাদী ঐতিহ্যের অপমান।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দেশ জুড়ে পরিকল্পিতভাবে বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই সন্দেহ, এটা কি নতুন ধরনের ভাষা সন্ত্রাস। এর বিরুদ্ধে তিনি আগামী দিনে রাজ্যজুড়ে প্রতিবাদ সংগঠিত করবেন। ২৭ ও ২৮ শে জুলাই বীরভূম সফরে গিয়ে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমি পদযাত্রা করবেন তিনি নিজে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

16:12