বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয়দের হাতে-পায়ে শিকল পরিয়ে দেশে ফেরানোর ঘটনা নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমেরিকা থেকে যেভাবে ভারতীয়দের অপমানজনকভাবে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মিসভার মঞ্চ থেকে মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি।
এর আগেও এই ইস্যুতে বিধানসভায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার ফের নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, আজ আমাদের ভাই-বোনেদের শিকল পরিয়ে দেশে পাঠানো হচ্ছে, আর ভারত সরকার নিশ্চুপ, এটা দেশের জন্য লজ্জার।
বিজেপি যখন অনুপ্রবেশ ইস্যুতে সরব, তখনই পাল্টা আক্রমণ করে মমতা বলেন, এখন আমেরিকায় কী হচ্ছে। ভারতীয়দের শিকল পরিয়ে ফেরত পাঠানো হচ্ছে। কলম্বিয়ার মত ছোট দেশ পর্যন্ত নিজেদের নাগরিকদের সম্মানের সঙ্গে ফিরিয়ে এনেছে, আর আপনারা মিটিং করে বসে আছেন।
তার প্রশ্ন, কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না, আমাদের মানুষদের আমরা ফিরিয়ে আনব। কেন কেন্দ্রের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, প্রধানমন্ত্রী কি তাঁর দায়িত্ব পালন করেছেন প্রশ্ন তোলেন মমতা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি কার্যকর হওয়ার পর বেআইনি অভিবাসীদের বিতাড়ন শুরু হয়েছে। ইতিমধ্যেই তিনশোরও বেশি ভারতীয়কে আমেরিকা থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে, অনেককেই শিকল ও দড়ি পরিয়ে ফেরত পাঠানোর ছবি প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় আগেও কেন্দ্রের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা, এবারও কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
তিনি আরও বলেন, “বিজেপি শুধু অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে চিৎকার করে। কিন্তু আজ অন্য দেশ আমাদের মানুষদের অনুপ্রবেশকারী বলে শিকল পরিয়ে ফেরত পাঠাচ্ছে, তখন তারা কিছু বলছে না। ভারতীয়দের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার দায়িত্ব কেন নেয়নি মোদি সরকার?
এই ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে বিরোধীদের সমালোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
আমেরিকা থেকে ভারতীয়দের ফেরত আনতে কেন্দ্রের উদ্যোগ নেই কেনো, প্রশ্ন মমতার
