বিধান নগর পুলিশের ডিসির নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ যুবক গ্রেফতার

পীযূষ চক্রবর্তী,
বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারের নাম ও পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগ উঠল। ওই ঘটনায় বিধাননগর পূর্ব থানার পুলিশ শেখ সাবির খান নামে একজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, আইপিএস অনীশের নামে সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল সাবির নামে ওই যুবক। বহু মানুষকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভিন্ন ধরনের মেসেজ ম্যাসেঞ্জারে পাঠায় তাদের। সাবির ছাড়া আরও অনেকে এই চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশ। শুধু অনীশই নন, এই চক্রের পান্ডারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরিচয় ভাঁড়িয়ে প্রথমে সমাজমাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করত। তারপর ওই ব্যক্তির পরিচিত কোনও ব্যক্তি কিছু আসবাবপত্র বিক্রি করবেন বলে তাদের বলত। তাদের ওই আসবাবগুলি কম দামে কিনে নেওয়ার অনুরোধ করত ওই প্রতারকরা। অনেকেই ফাঁদে পা দিয়ে বিশ্বাস করে টাকা দিতেন। ধৃতকে জেরা করে পুলিশ এই চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে।