ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

পীযূষ চক্রবর্তী,
ফের শহরে ধর্ষণের অভিযোগ উঠল। এবার ফেসবুক ফ্রেন্ডকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক বেসরকারি সংস্থার কর্মী। গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাগুইআটির এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বছর তিরিশের ওই যুবতীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল ওই যুবকের। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত যুবক। এরপর ওই যুবক বাইপাসের ধারে একটি গেস্ট হাউসে বেশ কয়েকবার ওই যুবতীকে নিয়ে আসে। তারপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু ওই যুবককে বিয়ে করার কথা বললে সে বেঁকে বসে। এরপর ওই যুবক সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে বলে অভিযোগ। তারপরই বাধ্য হয়ে ওই যুবতী পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।