পীযূষ চক্রবর্তী,
মদ্যপ জামাইবাবুর বিরুদ্ধে শ্যালকের কান কামড়ে নেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, আহত শ্যালককে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করারও চেষ্টা করেন অভিযুক্ত জামাইবাবু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকায়।
জানা গিয়েছে, মত্ত অবস্থায় সৌরভ সেন স্ত্রীকে মারধর করছিলেন। সেই খবর পেয়ে অশান্তি থামাতে গিয়েছিলেন শ্যালক রাজা শ্রীবাস্তব। সেই সময় বাধা পেয়ে সৌরভ তার শ্যালক রাজার কান কামড়ে ছিঁড়ে দেয়। রক্তে ভেসে যায় তার গোটা শরীর। এরপরেও ক্ষান্ত হননি অভিযুক্ত জামাইবাবু।শ্যালককে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার ও চেষ্টা করে। গুরুতর আহত হন ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সোনারপুরের নোয়াপাড়া এলাকায়। থানায় অভিযোগ করা হয় সৌরভের বিরুদ্ধে। তবে এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি দিনই মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি করত সৌরভ। স্ত্রী সুস্মিতাকে রোজই মারধর করত। শুক্রবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সেই সময় পাশের ঘরেই ছিলেন সুস্মিতার ভাই রাজা। চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন জামাইবাবু দিদিকে মারধর করছে। তিনি বাধা দিতে গেলে সৌরভ তার কান কামড়ে দেয়। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করে। গুরুতর আহত হন ওই যুবক। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি পুলিশ কর্মী সৌরভ সেন।
দিদিকে মারধরের প্রতিবাদ, যুবকের কান কামড়ে নিল জামাই বাবু
