বঙ্গবার্তা ব্যুরো,
দেড় বছর ধরে অশান্ত মণিপুর। ১৩ ফেব্রুয়ারি সেখানে জারি হয় রাষ্ট্রপতি শাসন। এতদিন ধরে ওই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। স্বাভাবিক জনজীবন প্রায় বিপর্যস্ত। এই পরিস্থিতিতে শনিবার রাজ্যের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।বৈঠকে ছিলন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
অমিত শাহ বৈঠকে মণিপুরের অবস্থা স্বাভাবিক করে তোলার ওপর জোর দিয়েছেন। তার জন্য সময় সীমাও বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী। বৈঠকে তিনি বলেন ৮ মার্চ থেকে রাজ্যের রস্তাঘাট সচল রাখতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে সে দিকে নজর দিতে হবে।
গত দেড় বছরে মণিপুরে হিংসার ঘটনায় ২৫০র বেশি মানুষের প্রান গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ঘর ছাড়া মানুষের সংখ্যা কয়েক হাজার। সম্পত্তির ক্ষয়ক্ষতি এখনও নির্ধারণ করা যায় নি। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার রাজ্যে জনজীবন স্বাভাবিক করতে চাইছেন। রাষ্টাপতি শাসন লাগু হওয়ার পর রাজ্যপাল অজয় ভাল্লা সাধারণ মানুষের কাছে বেআইনি অস্ত্র জমা দেওয়ার আবেদন জানান। এখনও পর্যন্ত ৩০০ এই রকম অস্ত্র জমা পড়েছে। প্রশাসনের মতে আরও বহু বেআইনি অস্ত্র রয়ে গিয়েছে। প্রশাসন সেই সব অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সময় আরও বাড়িয়ে দিয়েছে।জানান হয়েছে ৬ মার্চ বিকেল চারটে পর্যন্ত অস্ত্র জমা দেওয়া যাবে। যাঁরা ওই সময়ের মধ্যে অস্ত্র জমা দেবেন তাঁদের বিরুদ্ধে কোনও রকম আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
মণিপুরে বেআইনি অস্ত্র জমা দেওয়ার সময় বাড়ানো হল
