Upload By K. Halder at 25th April 2025, 08:42 PM
বঙ্গবার্তা ব্যুরো,
জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা। সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীকে তিনি বলেন পহেলগাম ঘট্নার প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসের মূলে আঘাত করতে হবে। যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ন্যায় বিচার দিতে হবে। তিনি বলেন এই ঘটনায় যারা মদত দিয়েছে তাদেরও খুঁজে বার করতে হবে।
বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। জঙ্গি কার্যকলাপ রুখতে স্বল্প এবং দীর্ঘ মেয়াদী ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর আগে সেনা প্রধান নিজে ১৫টি ডিভিশনের কমান্ডারদের সঙ্গে আলোচনা করেন। পাক সেনা নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে যুদ্ধ বিরতি লঙ্ঘন করার চেষ্টা করলে তার যোগ্য জবাব দেওয়ার নির্দেশ দেন।
এদিকে পহেলগাওয়ের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন পাকিস্তানিদের খুঁজে বার করুন। যত দ্রুত সম্ভব তাদের ভিসা বাতিল করে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করার কথাও বলেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনও সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্য সচিবদের প্রায় একই নি্দেশ দিয়েছেন। তিনি বলেন যে সব পাকিস্তানি তাদের এলাকায় বাস করছেন তাদের খুঁজে বার করে দ্রুত দেশে ফেরত পাঠাতে হবে।