ভাগ্নে নয় ভাইয়ের ওপরই ভরসা করছেন বহেনজী

বঙ্গবার্তা ব্যুরো,
দলের সব পদ থেকে ভাগ্নে আকাশ আনন্দকে সরিয়ে দিলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। একই সঙ্গে নিজের ভাই আনন্দকে দলের সহ সভাপতি এবং জাতীয় আহ্বায়কের পদে নিয়ে এসেছেন।মায়াবতী জানিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন কাউকেই উত্তরাধিকারী ঘোষণা করবেন না। আকাশ আনন্দের এই অবস্থার জন্য তিনি তার শ্বশুরকেই দায়ী করেছেন।
আনন্দকে দলের বড় দায়িত্ব দিয়ে তিনি বলেন, ও কোনও দিন তাঁকে নিরাশ করে নি। দলের সমস্ত হিসাব নিকেশ রাখা থেকে শুরু করে তাঁর নির্বাচী প্রচারের সব খুঁটিনাটির দিকে নজর রাখে আনন্দ। মায়াবতী এদিন আনন্দের সঙ্গেই দলের সাংসদ রামজী গৌতমকেও জাতীয় আহ্বায়কের পদে বসিয়েছেন। তাঁর দুজনেই যৌথ ভাবে এই দায়িত্ব সামলাবেন।
দলের এই রদবদলের পাশাপাশি তিনি সমাজবাদী নেতা অখিলেশ যাদবেরও সমালোচনা করেন। তিনি বলেন মিল্কিপুর বিধানসভার উপনির্বাচনে বি এস পি প্রার্থী দেয় নি। তবুও এস পির প্রার্থী হেরে গিয়েছে। এই হারের জন্য অখিলেশ যাদব কাকে দায়ী করবেন?