বঙ্গবার্তা ব্যুরো,
সমাজ পরিবর্তনে সকলের দায়িত্ব আছে। বিশেষ করে সংবাদ মাধ্যমের। তাদের উচিত খারাপ কাজের সমালোচনা করে। একই সঙ্গে ভাল কাজ হলে তাও তুলে ধরা উচিত। কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
বিজেপিতে গড়করি সব সময়ই ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই চিহ্নিত। তাঁর মন্তব্য অনেক সময়ই দলের লাইনের সঙ্গে খাপ খায় না। রবিবার এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন।
গড়করি বলেন, অনেক সময়েই দেখা যায় ভাল কাজ করেও তার যোগ্য মর্যাদা বা মানুষের কাছে তা তুলে ধরা হচ্ছে না। অথচ খারপা বিষয় বড় করে তুলে ধরা হচ্ছে। তিনি বলেন সমাজ বদলের কাজে সকলের দায়িত্ব আছে। সংবাদ মাধ্যমের আরও বেশি দায়িত্ব রয়েছে। তিনি বলেন সংবাদ মাধ্যম একদিকে যেমন ভাল কাজ সমাজের সামনে তুলে ধরবে তেমনই খারাপ কাজের বিষয়ে জনমানসে সচেতনতা তৈরি করবে। তাহলেই সমাজ পরিবর্তন সম্ভব হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সংবাদ মাধ্যমের উচিত খারাপ কাজ তুলে ধরা। যদি আমার দফতরের কোনও ভুল চোখে পড়ে বা কোনও খারাপ কাজ নজরে আসে তাহলে নির্দ্ধায় তা তুলে ধরুন। তিনি দাবি করেন তাঁর দফতরের একাধিক ঠিকাদার কে তিনি কালো তালিকা ভুক্ত করেছেন। এমনকি অনেক টোল অপারেটরদের জেলেও পাঠিয়েছেন।
সমালোচনার পাশাপাশি ভাল কজের প্রশংসা করুন সংবাদ মাধ্যমকে বার্তা গড়করির
