বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আইএসএল নিয়ে জট কাটতে চলেছে। ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে বৈঠক হলেও ফলপ্রসূ হয়েছে বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হয়েছে । ফেডারেশনের তরফে বৈঠকে হাজির ছিলেন সভাপতি কল্যান চৌবে, সত্যনারায়ণ ও এনএ হ্যারিস। ফেডারেশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে।
সূত্রের খবর, আইএসএল আয়োজকদের সঙ্গে যে চুক্তি ৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে, তা আরও কিছু দিন বাড়ানো হতে পারে। সম্ভবত এপ্রিল পর্যন্ত অস্থায়ী ভাবে সেই চুক্তি বাড়বে। অর্থাৎ আগামী মরসুমের আয়োজক থাকছে এফএসডিএল-ই। এর পর চুক্তি বাড়ানো নিয়ে ফেডারেশনের নতুন কমিটির সঙ্গে এফএসডিএল আলোচনা করবে বলে জানা গিয়েছে।
দু’পক্ষ একটা সন্তোষজনক সমাধানের পথে হাঁটতে রাজি হয়েছে। একটি সমঝোতাপূর্ণ প্রস্তাব সামনে এসেছে ভারতীয় ফুটবলের উন্নতি ও অগ্রগতির স্বার্থে। এই যুগ্ম প্রস্তাবটি ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে। দু’পক্ষই এর বেশি কিছু বলতে নারাজ বিষয়টি বিচারাধীন বলে।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফেডারেশন ইতিমধ্যেই খসড়া সংবিধান প্রকাশ করেছে। সেই অনুযায়ী নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর নতুন কমিটি গঠন হলে এফএসডিএল-এর সঙ্গে স্থায়ী চুক্তি প্রসঙ্গে আলোচনা চলবে। দেরিতে হলেও পরের মরশুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি ফেডারেশনের ।
গত শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল, এআইএফএফ ও এফএসডিএল-কে কে এক সঙ্গে বসে মাস্টার প্ল্যান’ র বিষয়ে আলোচনা করে ভবিষ্যত নির্ধারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি নরসিংহ ও জয়মাল্য বাগচী।সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়

